ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাহফের উদ্যোগে কুর্মিটোলায় নতুন হকি টার্ফ

প্রকাশিত: ০৭:৫২, ৩০ মার্চ ২০২০

বাহফের উদ্যোগে কুর্মিটোলায় নতুন হকি টার্ফ

স্পোর্টস রিপোর্টার ॥ স্কুল হকি থেকে উঠে আসা খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় দলের পাইপলাইনকে সমৃদ্ধ করবে। এমনটাই মনে করছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। এবারের টুর্নামেন্ট থেকে বাছাই করা ৬০ জনকে নিয়ে ক্যাম্প করবে তারা। এদিকে শীঘ্রই কুর্মিটোলায় একটি নতুন সিনথেটিক টার্ফ বসানো হবে বলেও জানিয়েছে বাহফে। তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে নিয়মিত স্কুল হকির আয়োজন করে থাকে বাহফে। এরই ধারাবাহিকতায় গত ২৫ জানুয়ারি মাঠে গড়ায় স্কুল হকি টুর্নামেন্ট। দেশের সবচেয়ে বড় এই স্কুল টুর্নামেন্টে ৯টি ভেন্যুতে অংশ নেয় ৮০ স্কুল। প্রতিটি ভেন্যুর সেরা দুই দল নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয় চূড়ান্তপর্ব। চূড়ান্তপর্বে খেলার সুযোগ পায় ১৮ স্কুল। যেখান থেকে ৬০ খেলোয়াড় বাছাই করে ফেডারেশন। প্রতিভাবান এই কিশোরদের দীর্ঘমেয়াদী ও উন্নতমানের প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় দলের পাইপলাইনকে আরও সমৃদ্ধ করার লক্ষ্য বাহফের। এদিকে ৮টি বিভাগের বিভিন্ন স্কুল থেকে অংশ নেয়া খেলোয়াড়রা চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। খেলাধুলার সরঞ্জাম, মানসম্মত কোচ আর আন্তর্জাতিক মানের টার্ফের দাবি তাদের। তাইতো খেলোয়াড়দের কথা মাথায় রেখে বিভাগীয় পর্যায়ের পাশাপাশি শীঘ্রই কুর্মিটোলায় একটি নতুন সিনথেটিক টার্ফ বসাবে বাহফে।
×