ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুলিশকে পিপিই সামগ্রী দিলেন চীনা নাগরিকদের সংগঠন

প্রকাশিত: ০৬:৫৫, ৩০ মার্চ ২০২০

পুলিশকে পিপিই সামগ্রী দিলেন চীনা নাগরিকদের সংগঠন

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসে উদ্ভুত পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাওয়া পুলিশ সদস্যদের সুরক্ষায় পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করেছে বাংলাদেশে কর্মরত চীনা নাগরিকদের সংগঠন ‘ওভারসিস চায়নিজ এ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ। রবিবার (২৯ মার্চ) পুলিশ সদরদফতরে মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর কাছে সংগঠনটির একটি প্রতিনিধি দল এসব পিপিই হস্তান্তর করেন। বাংলাদেশ পুলিশের সদস্যদের সুরক্ষায় পিপিই প্রদান করায় সংগঠনটিকে ধন্যবাদ জানিয়ে আইজিপি জানান, বর্তমানে মাঠপর্যায়ে পুলিশ মদস্যরা ঝুঁকি নিয়েই সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ করছেন। এর বাইরে করোনা আক্রান্ত বা সন্দেহে মারা যাওয়া ব্যক্তিদের দাফনের নিরাপত্তায় পুলিশ দায়িত্ব পালন করছেন। এসব সদস্যদের জন্য আমরা পিপিই সরবরাহ করে যাচ্ছি। চীনের কমিউনিটি থেকে স্বাস্থ্য সুরক্ষার কিছু ইক্যুইপমেন্টস দেওয়া হয়েছে, এজন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। চীনা নাগরিকদের বাংলাদেশে কাজ করার ক্ষেত্রে পুলিশের সহযোগিতা প্রয়োজন হলে তা গ্রহন করার আহ্বান জানান আইজিপি। ওভারসিস চায়নিজ এ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ কর্তৃক প্রদত্ত পিপিই সামগ্রীর মধ্যে রয়েছে- ১ লাখ মেডিক্যাল মাস্ক, ৫ হাজার পিপিই, ৫ হাজার টেস্ট কিট, ১০০ লিটার জীবাণুনাশক এবং ৫০ লিটার হ্যান্ড স্যানিটাইজার।
×