ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মানবতাবিরোধী অপরাধের মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত সোলায়মানের মৃত্যু

প্রকাশিত: ০৬:৫৩, ৩০ মার্চ ২০২০

মানবতাবিরোধী অপরাধের মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত সোলায়মানের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ মানবতাবিরোধী অপরাধের মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত সোলায়মান মৃধার (৯৭) মৃত্যু হয়েছে। রবিবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মোঃ রবিউল ইসলাম জানান, রবিবার সন্ধ্যার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পরেন সোলায়মান মৃধা। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীররাতেই তিনি মারা যান। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় পটুয়াখালীর সোলায়মান মৃধার মৃত্যুদন্ডের আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছিলেন তিনি। একাত্তরে সোলায়মান মৃধা মুসলিম লীগের সমর্থক ছিলেন।
×