ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছিন্নমূল মানুষের পাশে ডিএমপি

প্রকাশিত: ০৬:৩০, ৩০ মার্চ ২০২০

ছিন্নমূল মানুষের পাশে ডিএমপি

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসের কারণে কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় ছিন্নমূল শিশু ও দুঃস্থদের মধ্যে আড়াই হাজার জনের মধ্যে খাবার সরবরাহ করছে ডিএমপি। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের তত্বাবধানে সোমবার দুপুরের জন্য একবেলা এসব খাবার বিতরণ করা হয়েছে। ডিএমপির ৫০টি থানা এলাকায় এই খাবার বিতরণের অংশ হিসেবে রান্না করা খিচুড়ি, ডিম ও পানি সরবরাহ করা হয়। রাজধানীর ৫০টি থানায় দুই হাজার পাঁচশত ছিন্নমূল মানুষের দুপুরের খাবার সরবরাহ করা হয়। ডিএমপি সূত্র জানায়, আগামী ৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন দুই হাজার পাঁচশত ছিন্নমূল শিশু ও দুঃস্থ মানুষের খাবার সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি। প্রতিদিন দুপুরে ডিএমপির প্রতিটি থানায় ৫০ জন করে ছিন্নমূল শিশু ও দুঃস্থ নাগরিকদের মধ্যে প্যাকেটে করে এই খাবার পৌঁছে দেয়া হবে। মানুষ মানুষের জন্য এই মহান মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে ছিন্নমূল শিশু ও দুঃস্থ নাগরিকগণের পাশে দাঁড়িয়েছে ডিএমপি পরিবার।
×