ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে ৭৫ হাজার মুরগীর ডিম বিতরণ

প্রকাশিত: ০৬:২৮, ৩০ মার্চ ২০২০

নীলফামারীতে ৭৫ হাজার মুরগীর ডিম বিতরণ

স্টাফ রিপোর্টার, নীলফামারী॥ করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন নীলফামারীর নিম্ন আয়ের মানুষজনের মাঝে ব্যাক্তিগত উদ্যোগে ত্রান সামগ্রী বিতরন করা হচ্ছে। আজ সোমবার দুপুরে নীলসাগর গ্রুপের পক্ষ থেকে পাঁচ হাজার পরিবারের মাঝে ১৫টি করে মোট ৭৫ হাজার মুরগীর ডিম বিতরণ করা হয়। নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবিব লেলিনের উদ্যোগে জেলার বিভিন্ন পাড়া মহল্লায় বসবাসরত অস্বচ্ছল পরিবারদের বাড়িতে গিয়ে এই ডিম বিতরণ করা হয়। এসময় নীলসাগর গ্রুপের সুজন পোলট্টি এন্ড ফিস কেয়ারের পরিচালক আওরঙ্গজেব সুজন, নীলসাগর গ্রুপের মার্কেটিং কর্মকর্তা ওয়াহেদ আলী তুফান, সহকারী মানব সম্পদ কর্মকর্তা অমিত চাকি ও নীলসাগরের মিডিয়া উইং মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। অপর দিকে একই দিন দুপুরে জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদ হাসানের ব্যক্তিগত উদ্দ্যোগে শহরের রিক্সা চালক, দিনমজুর ৪০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে ৩ কেজি চাল, এক কেজি মসুর ডাল, দুই কেজি আলু ও এক লিটার সয়াবিন তেল ছিল। এছাড়া ওএমএসএর আওতায় পরিচালিত স্বল্প মুল্যে খোলা বাজারে চাল ও আটা বিক্রয়ের সময় পরিবেশকদের দোকানে আগতদের মাঝে মাস্ক বিতরণ করেন তারা।
×