ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হ্যারি ও মেগানকে নিজেদের নিরাপত্তার খরচ দিতে হবে ॥ ট্রাম্প

প্রকাশিত: ০২:৫৮, ৩০ মার্চ ২০২০

হ্যারি ও মেগানকে নিজেদের নিরাপত্তার খরচ দিতে হবে ॥ ট্রাম্প

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি ও মেগান যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন তাদের নিরাপত্তার খরচ দেবে না। এর ব্যয় তাদেরই বহন করতে হবে। সোমবার টুইটারে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি রানি ও যুক্তরাজ্যের একজন ভালো বন্ধু ও ভক্ত। তবে তাদের অবশ্যই খরচ দিতে হবে। হ্যারি ও মেগান দম্পতি অবশ্য জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সরকারি খরচে নিরাপত্তা নেওয়ার কোনও ইচ্ছা তাদের নেই। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তারা কানাডা থেকে মেগানের বাড়ি ক্যালিফোর্নিয়ায় চলে গেছেন। রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য হিসাবে তারা ৩১শে মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাড়াবেন। এরপর থেকে রানির পক্ষে আর কোনও দায়িত্ব পালন করবেন না তারা। তবে একবছর পরে এই বিষয়টি পুনর্বিবেচনা করে দেখা হবে। রবিবার এই দম্পতির পক্ষে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র সরকারের কাছে নিরাপত্তা চাওয়ার কোনও পরিকল্পনা নেই ডিউক ও ডাচেসের। ব্যক্তিগত অর্থে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।’ ভ্যাঙ্কুভার দ্বীপে ছয় মাস ক্রিসমাস অবসর কাটানোর পর এই দম্পতি এবং তাদের পুত্র আর্চি বছরের বেশিরভাগ সময় কাটিয়েছেন কানাডার ওয়েস্ট কোস্টে। গত মাসে কানাডা সরকার ঘোষণা করে, রাজপরিবারের 'স্ট্যাটাস' পরিবর্তনের কারণে তাদের রাষ্ট্রীয় নিরাপত্তা সহায়তা দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে। এখন ট্রাম্পও একই রকম পদক্ষেপ নিলেন। গত সপ্তাহে এই যুগল লস অ্যাঞ্জেলসে পাড়ি দেন যেখানে মেগান তার মা ডোরিয়া র‍্যাগল্যান্ডের কাছে বড় হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছে। বিশ্বজুড়ে এ ভাইরাসে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে এই দেশটিতে। ইতোমধ্যেই আক্রান্তের সংখ্যা এক লাখ ৪২ হাজার ছাড়িয়েছে। উল্লেখ্য, এ মাসের শুরুর দিকে প্রিন্স হ্যারির বাবা প্রিন্স চার্লস করোনা ভাইরাসে আক্রান্ত হন। যুক্তরাজ্যের রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, তার শরীরে এ ভাইরাসের সামান্য লক্ষণ দেখা গেছে। তবে এর বাইরে সামগ্রিকভাবে তার শারীরিক অবস্থা ভালো। গত কয়েকদিন ধরে তিনি যথারীতি বাড়ি থেকে কাজ করছেন। সূত্র: বিবিসি।
×