ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনার জন্য ৭৫ শতাংশ ব্যবসায়িক ভর্তুকি ঘোষণা ট্রুডোর

প্রকাশিত: ০০:৪০, ৩০ মার্চ ২০২০

করোনার জন্য ৭৫ শতাংশ ব্যবসায়িক ভর্তুকি ঘোষণা ট্রুডোর

অনলাইন ডেস্ক ॥ করোনা মোকাবিলা করার জন্য শুধু স্বাস্থ্য, অর্থ, চাকরি ক্ষেত্রেই নয়; ব্যবসার ক্ষেত্রেও কানাডা সরকার নানা ধরণের উদ্যোগ নিয়েছে। তার মধ্যে করোনা মহামারীর প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি প্রকৃতির ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৭৫ শতাংশ পর্যন্ত মজুরি ভর্তুকির প্রতিশ্রুতির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সম্প্রতি তার বাস ভবন রিডোকটেজে ‘ডেইলি আপডেট’ দেওয়ার সময় তিনি এই ১০ শতাংশ মজুরি ভর্তুকির ঘোষণা দেন এবং সেটা যে অপ্রতুল ছিল, তা তিনি নির্দ্বিধায় স্বীকার করে নেন। তিনি আরো বলেন, ‘এটা সুস্পষ্ট যে আমাদের আরও বেশি কিছু করা উচিত; সেজন্য উপযুক্ত ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেই ভর্তুকির পরিমাণ ৭৫ শতাংশ করা হয়েছে। এর অর্থ হচ্ছে, তাদের করদাতাদের ব্যবসা ধীরগতির হয়েছে অথবা বন্ধ করা হয়েছে।’এতে এই ভর্তুকি সংক্রান্ত প্রণোদনা গত ১৫ মার্চ থেকে কার্যকর হবে। এছাড়া ট্রুডো জানান, তার সরকার ‘কানাডা ইমার্জেন্সি বিজনেস অ্যাকাউন্ট’ কার্যক্রমের অধীনে ক্ষুদ্র ও মাঝারি প্রকৃতির ব্যবসা প্রতিষ্ঠানকে এক বছরের জন্য সর্বোচ্চ ৪০ হাজার ডলার পর্যন্ত সুদবিহীন ঋণপ্রদান করবে।
×