ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোরে শিশু ও দিনাজপুরে কৃষি শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০০:২৮, ৩০ মার্চ ২০২০

যশোরে শিশু ও দিনাজপুরে কৃষি শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক ॥ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে তার মৃত্যু হয়। ১২ বছর বয়সী ওই শিশুটিকে তার অভিভাবকরা রবিবার বিকেল সাড়ে ৪টায় হাসপাতালে ভর্তি করেন। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ জানান, ভর্তির সময় মেয়েটির শারীরিক অবস্থার উপসর্গ দেখে তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। আজ সকালে আইইডিসিআর’র স্থানীয় প্রতিনিধিদের তার নমুনা সংগ্রহ করার কথা ছিল। তবে তার আগেই সকাল সাড়ে ৬টার দিকে শিশুটি মারা যায়। এদিকে মৃত্যুর পর আইইডিসিআর’র প্রতিনিধিরা শিশুটির উপসর্গ শুনে বলেছেন সে করোনায় আক্রান্ত ছিল না। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অন্যদিকে দিনাজপুরের বিরামপুরে জ্বর ও সর্দিতে আক্রান্ত হয়ে এক ব্যক্তির (৪০) মৃত্যু হয়েছে। তিনি কুমিল্লায় এক ইতালিফেরত প্রবাসীর বাড়িতে কৃষিকাজ করতেন। বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের তপসী গ্রামে সোমবার ভোরে তিনি মারা যান। এ ঘটনায় মৃত ব্যক্তির বাড়ির চার সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে উপজেলা স্বাস্থ্য কার্যালয়। জোতবানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, ওই ব্যক্তি কুমিল্লায় কৃষি শ্রমিকের কাজ করতেন। তিনি কুমিল্লায় যে বাড়িতে কাজ করতেন সেই বাড়ির মালিক প্রবাসী। সম্প্রতি বাড়ির মালিক ইতালি থেকে দেশে আসেন। এরপর কুমিল্লার প্রশাসন প্রবাসীর ওই বাড়ির সকলকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন। ১০-১২ দিন আগে ফরহাদ হোসেন জ্বর ও সর্দিতে আক্রান্ত হয়ে কুমিল্লা থেকে পালিয়ে নিজ বাড়িতে আসেন। তিনি জন্ডিসেও আক্রান্ত ছিলেন। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে না গিয়ে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে থাকেন। আজ সোমবার ভোরে ওই ব্যক্তি মারা যান। তিনি মারা যাওয়ার পর ওই পাড়ায় যাতে কোনো লোক ঢুকতে বা বের হতে না পারে সেজন্য গ্রাম পুলিশের পাহারা বসানো হয়েছে।
×