ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হাসি ফাউন্ডেশনের মাস্ক, হ্যান্ডওয়াশ ও সাবান বিতরণ

প্রকাশিত: ১২:৪৭, ৩০ মার্চ ২০২০

 হাসি ফাউন্ডেশনের মাস্ক, হ্যান্ডওয়াশ ও সাবান বিতরণ

করোনাভাইরাস প্রতিরোধে হাসি ফাউন্ডেশন মালিবাগ রেললাইন বস্তি এলাকায় শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে মাস্ক, হ্যান্ডওয়াশ ও সাবান বিতরণ করেছে। এই ফাউন্ডেশন ২০১৭ সাল থেকে প্রতি মাসে একবার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পুষ্টিকর খাবার, শিক্ষাসামগ্রী, চিকিৎসাসামগ্রী, শীতবস্ত্র, স্বাস্থ্যসেবা এবং মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং করে আসছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক নয়ন ওঝা করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন হয়ে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি সমাজের পিছিয়ে পড়া মানুষকে সহযোগিতা করারও আহ্বান জানান। সুবিধাবঞ্চিত মানুষের জন্য হাসি ফাউন্ডেশনের এই কার্যক্রম চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন। যেকেউ চাইলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ এবং সহযোগিতা করতে পারেন। যোগাযোগ: নয়ন ওঝা, ৫৭/বি সোনালিবাগ, মগবাজার, ঢাকা। মোবাইল নাম্বারঃ ০১৭১৪ ৮২৩৭৬৬। -বিজ্ঞপ্তি
×