ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে খাবার ও পানি বিতরণ করছে ডিএমপি

প্রকাশিত: ১২:৪৭, ৩০ মার্চ ২০২০

 রাজধানীতে খাবার ও পানি বিতরণ করছে ডিএমপি

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাসের কারণে কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় দরিদ্রদের মধ্যে রান্না করা খিচুড়ি, ডিম ও পানি বিতরণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের তত্ত্বাবধানে দুপুরের জন্য একবেলা খাবার বিতরণ শুরু হয়েছে। এই খাবার বিতরণের অংশ হিসেবে দারুসসালাম জোনে শিশু ও নারীসহ দুস্থদের হাতে খাবার প্যাকেট তুলে দেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মাহমুদা আফরোজ লাকী। এদিকে একইদিন বেলা ১১টার দিকে পুরান ঢাকার নবাবপুর এলাকায় গরিব দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বংশাল থানা পুলিশ ও ইলেক্ট্রিক ব্যবসায়ী সমিতি। পুলিশ জানায়, নবাবপুর এলাকার ৪০০ গরিব-দুস্থের মাঝে খাদ্য সামগ্রী চাল, ডাল, তেল ছাড়াও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। ডিএমপি সূত্র জানায়, আগামী ৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন দুই হাজার পাঁচ শ’ ছিন্নমূল শিশু ও দুস্থ মানুষের খাবার সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি। রবিবার থেকে রাজধানীর ৫০টি থানায় এসব মানুষের মধ্যে একবেলা করে ডিম খিচুরির প্যাকেট ও পানি বিতরণ শুরু হয়। আগের দিন এসব খাবার সরবরাহ করার ঘোষণা দিয়েছিলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিপিএম (বার)। তিনি জানান, সরকার সারাদেশে ৪ এপ্রিল পর্যন্ত যে সাধারণ ছুটি ঘোষণা করেছে, সেদিন পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে ছিন্নমূল আড়াই হাজার মানুষকে প্রতিদিন একবেলা করে খাবার সরবরাহ করা হবে। প্রতিদিন দুপুরে ডিএমপির প্রতিটি থানায় ৫০ জন করে ছিন্নমূল শিশু ও দুস্থ নাগরিকদের মধ্যে প্যাকেটে করে এই খাবার পৌঁছে দেয়া হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মরণঘাতী করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ রোধে ২৬ মার্চ হতে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ সময়ে গণপরিবহন ও মাকের্টগুলো বন্ধ থাকছে।
×