ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইতালিতে ৫১ চিকিৎসকের মৃত্যু, আক্রান্ত ৬৭০০ স্বাস্থ্য কর্মী

প্রকাশিত: ১০:২৪, ৩০ মার্চ ২০২০

ইতালিতে ৫১ চিকিৎসকের মৃত্যু, আক্রান্ত ৬৭০০ স্বাস্থ্য কর্মী

জনকণ্ঠ ডেস্ক ॥ চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বের ২০০ দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় রবিবার পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ১০ হাজার ২৯০ জন। এর মধ্যে ৩৩ হাজার ৫৫০ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে এক লাখ ৫০ হাজার ৭৩৪ জন। এদিকে করোনায় রবিবার আরও নতুন করে স্পেনে ৮৩৮, ইতালিতে ৭৫৬, যুক্তরাষ্ট্রে ৪১০, ফ্রান্সে ৩১৯, ইরানে ১২৩, সুইজারল্যান্ডে ১২ ও নিউজিল্যান্ডে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ইতালিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার স্বাস্থ্য কর্মী এবং ৫১ চিকিৎসকের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ১০ হাজার ৭৭৯ জনের করোনায় মৃত্যু হয়েছে। রবিবার ইতালিতে এক দিনে ৭৫৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা যায়। খবর এএফপি, বিবিসি, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, আলজাজিরা, সিএনএন, সাউথ চায়না মর্নিং পোস্ট, ডেইলি মেইল, নিউইয়র্ক টাইমস, ডন, ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো ও ইয়াহু নিউজের। স্পেনে আরও ৮৩৮ জনের মৃত্যু ॥ করোনাভাইরাস মহামারীতে ইউরোপে যেন মৃত্যুপুরী! এ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় স্পেনে আরও ৮৩৮ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বাধিক। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রবিবার এ তথ্য জানিয়েছে রয়টার্স। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৬ হাজার ৫২৮ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৪৯ জন। এ নিয়ে স্পেনে আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৭৯৭ জন। যুক্তরাষ্ট্রে আরও ৪১০ জনের মৃত্যু ॥ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় অন্তত ৪১০ জন করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই হিসাব দিয়েছে বলে জানিয়েছে আলজাজিরা। এর মধ্যে নিউইয়র্ক শহরেই নতুন করে ২২২ জনের মৃত্যু হয়েছে। ফলে ওই শহরে এখন পর্যন্ত করোনায় মোট প্রাণ হারিয়েছে ৬৭২ জন। অপরদিকে পুরো নিউইয়র্ক অঙ্গরাজ্যে এখন পর্যন্ত মোট ৫৩ হাজার ৫১০ জন করোনায় আক্রান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১ লাখ ২৩ হাজার ৭৮০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২ হাজার ২২৯ জন। দেশটিতে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন মাত্র ৩ হাজার ৩২৮ জন। এখনও চিকিৎসাধীন ১ লাখ ১৮ হাজার রোগী। এদের মধ্যে ২ হাজার ৬৬৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের কারাগারগুলোয় করোনাভাইরাসের দ্র‍ুত বিস্তারের মুখে কয়েক হাজার কারাবন্দীকে মুক্তি দেয়া হয়েছে। রয়টার্স তাদের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। করোনায় ঝুঁকির মুখে রয়েছে সেখানকার কারাগারগুলো। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ২০টি কারাগার যে সব শহর ও কাউন্টিতে অবস্থিত সম্প্রতি সেগুলোর ওপর জরিপ চালিয়েছে রয়টার্স। এতে দেখা গেছে, গত ২২ মার্চ থেকে ২২৬ কয়েদি ও ১৩১ জন স্টাফ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। রয়টার্স জানিয়েছে, বন্দীদের মুক্তির বিষয়টি বিচারপতি, পাবলিক ডিফেন্ডার, প্রসিকিউটর ও কখনও কখনও রাজনৈতিক আদেশ দ্বারা পরিচালিত হয়। ফ্রান্সে আরও ৩১৯ জনের মৃত্যু ॥ ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় আরও ৩১৯ জন কোভিড-১৯ রোগী মারা গেছেন। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়াল ২ হাজার ৩১৪ জনে। শনিবার ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ নতুন করে ৩১৯ জনের মৃত্যুর খবর দিয়েছে, যা গতদিনের চেয়ে ১৬ শতাংশ বেশি। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের দেয়া হিসাব অনুযায়ী, ফ্রান্সে নতুন করে ৪ হাজার ৬১১ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। শনিবার মোট আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৯৬৪ জন থাকলেও রবিবার তা বেড়ে হয়েছে ৩৭ হাজার ৫৭৫ জন। ইরানে আরও ১২৩ জনের মৃত্যু ॥ ইরানের করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৬৪০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্ত মানুষের সংখ্যা ৩৮ হাজার ৩০৯ জনে পৌঁছেছে। রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা টুইটারে এ তথ্য জানিয়েছেন। ইরানের স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা আলী রেজা ভাহাবজাদেহ এক টুইটে বলেছেন, গত ২৪ ঘণ্টায় আমাদের দেশে নতুন করে আরও ১২৩ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন আরও ২ হাজার ৯০১ জন। এ নিয়ে দেশটিতে মোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৩৪ হাজার ৩০৯ জনে পৌঁছেছে। তিনি বলেছেন, করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১২ হাজার ৩৯১ জন। সুইজারল্যান্ডে আরও ১২ জনের মৃত্যু ॥ নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ১২ জন প্রাণ হারিয়েছেন সুইজারল্যান্ডে। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৭ জন। রবিবার দেশটির জনস্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে। সুইজারল্যান্ডে একদিনে নতুন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন এক হাজারেরও বেশি। শনিবার পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১৩ হাজার ২১৩ জন। রবিবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৩৬ জন। নিউজিল্যান্ডে করোনায় প্রথম মৃত্যু ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউজিল্যান্ডে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটিতে নতুন করে আরও ৬৩ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হওয়ায় এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫১৪ জন। রবিবার দেশটির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক এ্যাসলে বøুমফিল্ড এ তথ্য নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা জানিয়েছেন, করোনায় আক্রান্ত হয়ে ৭০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে তার দেহে ইনফ্লুয়েঞ্জা ধরা পড়েছিল। ইতালিতে আক্রান্ত ৬ হাজার স্বাস্থ্য কর্মী, মৃত ৫১ চিকিৎসক ॥ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ভেঙ্গে পড়েছে ইতালির স্বাস্থ্য ব্যবস্থা। ৯২ হাজারের বেশি করোনা আক্রান্তকে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন দেশটির স্বাস্থ্য কর্মীরা। এর মধ্যে রোগীদের সুস্থ করে তোলার কাজে নিয়োজিত ৬ হাজারের বেশি স্বাস্থ্য কর্মীও আক্রান্ত হয়েছে করোনাভাইরাসে। আর চিকিৎসকদের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। ইতালির চিকিৎসক ফাউন্ডেশন জানিয়েছে, ইতালিতে করোনাভাইরাসে চিকিৎসকদের মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। প্রতিদিন স্বাস্থ্য কর্মীদের আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। হঠাৎ করেই কয়েকজন চিকিৎসক মারা গেছেন। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুসারে ইতালিতে করোনায় মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ হাজার ৪৭২ জনে। ভারতে নতুন করে আরও ১৯৪ জন আক্রান্ত ॥ ভারতে নতুন করে আরও ১৯৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৯ শতাধিক। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৯১৮ এবং মারা গেছে ১৯ জন। তবে পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার বলছে, ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৯৮৭ এবং মারা গেছে ২৪ জন। অপরদিকে, চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৪ জন। ব্রিটেনে আরও ২০৯ জনের মৃত্যু ॥ যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরও ২০৯ জনের প্রাণহানি ঘটেছে। তবে প্রাণহানির এই সংখ্যা শনিবারের চেয়ে সামান্য কম। শনিবার দেশটিতে করোনায় মারা যান অন্তত ২৬০ জন। দ্য গার্ডিয়ান বলছে, স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী- গত ২৪ ঘণ্টায় ব্রিটেনে করোনা আক্রান্ত অন্তত ২০৯ জন মারা গেছেন। যা শনিবারের তুলনায় কম। নতুন করে মারা যাওয়া ২০৯ জনের মধ্যে ১৯০ জনই ইংল্যান্ডের। এছাড়া ওয়েলসের ১০, নর্দার্ন আয়ারল্যান্ডের ৬ এবং স্কটল্যান্ডের একজন রয়েছেন। যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ বলছে, দেশটিতে এখন করোনা সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে ১৯ হাজার ৫২২ জনে পৌঁছেছে।
×