ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লালমনিরহাটে বিদেশ ফেরত ১৭৭ জনকে খুঁজছে পুলিশ

প্রকাশিত: ০৮:৪৮, ২৯ মার্চ ২০২০

লালমনিরহাটে বিদেশ ফেরত ১৭৭ জনকে খুঁজছে পুলিশ

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ আজ রবিবার জেলায় করোনা সক্রামন রোধে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১৩৬ জন। হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে ৫৩ জন। এই জেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে কেউ নেই। বিদেশ ফেরত নিঁখোজ ১৭৭ জন কে খুঁজছে পুলিশ। জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় জেলার ৫টি উপজেলায় নতুন কেউ হোম কোয়ারেন্টাইনে নেই। এখন পর্যন্ত করোনা আক্রান্ত সন্দেহের কোন রোগী পাওয়া যায়নি। জেলায় ১ মার্চ হতে এখনো পর্যন্ত ৩৬৬ জন মানুষ বিদেশ থেকে লালমনিরহাট জেলার বিভিন্ন শহর ও গ্রামে এসেছে। এদের মধ্যে ১৮৯ জনের সন্ধান পাওয়া গেছে। এসব বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কার কার হোম কোয়ারেন্টাইন শেষ হয়ে গেছে। তবে ১৭৭ জন বিদেশ ফেরত কে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের দেয়া পাসপোর্টের ঠিকানায় তারা নেই। নিখোঁজ এসব বিদেশ ফেরতদের সন্ধানে পুলিশ ও গোয়েন্দারা মাঠে কাজ করছে। লালমনিরহাটের সিভিল সার্জন ডাঃ নিমূলেন্দু রায় জানান, জেলায় করোনা সংক্রামণ পরিস্থিতি ভালো। এখনো পর্যন্ত এই জেলা বিপদমুক্ত রয়েছে। জেলা করোনা নিয়ে যেকোন পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে।
×