ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হেলিপ্যাড পাড়াটিকে লক ডাউন করা হয়েছে

প্রকাশিত: ০৬:৩১, ২৯ মার্চ ২০২০

হেলিপ্যাড পাড়াটিকে লক ডাউন করা হয়েছে

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ শনিবার জেলার আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের হেলিপ্যাড পাড়ায় ঢাকা ফেরত রিক্সা চালক মোঃ আজিজুল ইসলাম(৪৬) শ্বাসকস্ট সমস্যায় ভুগে মারা য়ায়। তাকে স্বজনরা সীমিত সমাগমে জানাযা শেষে বাড়ির পাশের কবরস্থানে দ্রুত দাফন করে।এই রিক্সা চালকের মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল। জ্বর ও স্বাসকষ্টে মারা যাওয়ায় প্রতিবেশীরা করোনা আতস্কে ভুগছে। অতিউৎসাহি কিছু মানুষ সামাজিক যোগাযোগ ফেসবুক ও মুখে মুখে করোনা গুজব ছড়াচ্ছে। উপজেলা ও পুলিশ প্রশাসন পাড়ার কয়েকটি পরিবারকে ও মৃতের স্বজনদের লক ডাউন করে দিয়েছে। পরিস্থিতি নিবিড় পযর্বেক্ষনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। সিভিল সার্জন বলেছেন, গুজবে কান না দিয়ে সচেতন হউন। পরিস্কার পরিচ্ছন্ন থাকুন। বার আর সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। উল্লেখ্য, হেলিপ্যাড নামক পাড়াটিতে নদীভাঙ্গনের শিকার ৮/১০টি হতদরিদ্র পরিবারের বসবাস করে আসছে। এখানে সরকারের খাস জমি ও রাস্তার পাশে বাড়ি করে পরিবার গুলো বসবাস করছে। এই পরিবারের কর্মক্ষম ব্যক্তিরা প্রায় সকলে ঢাকায় রিক্সা চালায়। কেউ কেউ ঢাকায় গার্মেন্টসসহ নানা কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে। পাড়াটিকে লক ডাউন করলে তারা যেন খাদ্যের সংকটে না পড়ে সেদিকে দৃষ্টি দিচ্ছে প্রশাসন।
×