ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কক্সবাজারে ডিসির ত্রাণ তৎপরতা

প্রকাশিত: ০৬:১৭, ২৯ মার্চ ২০২০

কক্সবাজারে ডিসির ত্রাণ তৎপরতা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ দুর্যোগ মোকাবেলায় সরকারের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। কক্সবাজার জেলার মানুষকে ত্রাণের জন্য বের হতে হবে না। আমরা ঘরে ঘরে সরকারি সাহায্য সহযোগিতা পৌঁছিয়ে দেব। রবিবার দুপুরে সদরের ঝিলংজা পূর্ব লাহার পাড়ায় ত্রাণ বিতরণকালে জেলা প্রশাসক মো: কামাল হোসেন এসব কথা বলেন। কক্সবাজারে ডিসির ত্রাণ তৎপরতা দেখে দারুন খুশি হয়েছেন স্থানীয়রা। জেলা প্রশাসক বলেন, আপাতত প্রতি পরিবারে ২০ কেজি করে চাল দিচ্ছি। এ প্রক্রিয়া মাত্র শুরু। ওয়ার্ডে ওয়ার্ডে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেয়া হয়েছে। পার্শ্ববর্তী কোন অসহায় দরিদ্র মানুষ কষ্টে আছে কিনা খোঁজ নিতে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের অনুরোধ করেন জেলা প্রশাসক। এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে কক্সবাজার জেলা পুলিশের ২০ সদস্য বিশিষ্ট কুইক রেসপন্স টিম (সিআরটি) গঠন করা হয়েছে। এই মহাদুর্যোগে দ্রুত ঝুঁকিপূর্ণ কাজে নাগরিক সেবা দিতে অপেক্ষাকৃত মেধাবী চৌকস ও প্রশিক্ষিত পুলিশ সদস্যদের নিয়ে এ টিম গঠন করা হয়েছে। টিম ইতিমধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় কাজ শুরু করে দিয়েছে। কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, কক্সবাজার পুলিশ লাইন্সে করোনা ভাইরাস প্রতিরোধে গঠিত কুইক রেসপন্স টিমের একাধিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার জেলায় করোনা ভাইরাস আক্রান্ত জনসাধারণকে জরুরী সহায়তা প্রদান ও উদ্ধার কার্য পরিচালনার লক্ষ্যে এই টিমকে সার্বক্ষনিক স্টেনবাই রাখা হয়েছে। স্বাস্থ্য সেবায় অভিজ্ঞতা আছে এমন সদস্য সহ অন্যদের সমন্বয়ে ২০ সদস্য বিশিষ্ট এই টিম করোনা ভাইরাস প্রতিরোধে পিপিই, অন্যান্য সরঞ্জাম ও ২টি এ্যাম্বুলেন্স নিয়ে সর্বদা প্রস্তুত থাকবে। কোন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হলেই তাৎক্ষণিকভাবে প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করবে। কক্সবাজার জেলা পুলিশের কর্মকর্তাদের নির্দেশনায় একজন পরিদর্শকের নেতৃত্বে এই টিম কাজ করছে। সংকটের ভয়াবহতা বৃদ্ধি পেলে টিমের ২০ সদস্য ছাড়াও আরো অতিরিক্ত ১০ জন পুলিশ সদস্যকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে টিমে যোগ দিতে প্রস্তুত করে রাখা হয়েছে বলে জানান এসপি এবিএম মাসুদ হোসেন।
×