ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীর আইসোলেশন থেকে ছাড়পত্র পেল জাহাঙ্গীরনগরের শিক্ষার্থী

প্রকাশিত: ০৫:৫৭, ২৯ মার্চ ২০২০

রাজশাহীর আইসোলেশন থেকে ছাড়পত্র পেল জাহাঙ্গীরনগরের শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী সংক্রমণ ব্যাধি (আইডি) হাসপাতালের আইসোলেশনে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আজ রবিবার সকালে তাকে ছাড়পত্র দেওয়া হয়। এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে নাটোর থেকে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। করোনা আক্রান্ত সন্দেহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে পরে রাজশাহী সংক্রমণ ব্যাধি (আইডি) হাসপাতালে স্থানান্তর করা হয়। নাটোর থেকে আনার সময় ওই শিক্ষার্থীর শ্বাসকষ্টে ভুগছিলেন। জানা গেছে, গত ১১ মার্চ ওই শিক্ষার্থী রাজধানীর নিউমার্কেট এলাকায় ঘোরাফেরার সময় একজন বিদেশির সংস্পর্শে এসেছিলেন। এরপর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। নাটোরের বাগাতিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াঙ্কা দেবী পাল জানান, ওই শিক্ষার্থীকে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়। এছাড়া তার বাড়ির পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। রাজশাহী সংক্রমণ ব্যাধি (আইডি) হাসপাতালের পরিচালক ডা. মামুনুর রশিদ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে শনিবার রাতে করোনা ভাইরাস সন্দেহে ভর্তি করা হয়েছিল। পরে রাতে তাকে আইসোলেশনে রাখা হয়। কিন্তু তার করোনা ভাইরাসের উপসর্গ ছিল না। তবে তার অ্যাজমার সমস্যা রয়েছে। তিনি বলেন, পর্যবেক্ষণ শেষে ওই শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
×