ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনা মোকাবেলায় পাথরঘাটা ছাত্রলীগের নানা কর্মসূচী

প্রকাশিত: ০২:৫২, ২৯ মার্চ ২০২০

করোনা মোকাবেলায় পাথরঘাটা ছাত্রলীগের নানা কর্মসূচী

সংবাদদাতা,পাথরঘাটা, বরগুনা ॥ করোনা মোকাবেলায় আর্ত মানবতায় পাথরঘাটা ছাত্রলীগের নানা কর্মসূচী গ্রহন করেছে। গনসচেতনতা বাড়াতে পাথরঘাটার জনবহুল এলাকা রাসেল স্কয়ারে গন মানুষেরে জন্য বেসিংএ হাত ধোয়ার ব্যাবস্থা, শহরের বিভিন্ন এলকায় জীবানু নাশক স্প্রে করন, সাধারন মানুষের মাঝে লিফলেট বিতরণ, দোকানের সামনে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে ‘সুরক্ষা বৃত্ত’ তৈরি করেন। পাথরঘাটা পৌর শহরের দোকান গুলোর সামনে লাল রঙের বৃত্ত একে দেন যাতে মানুষ নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার সময় নিরাপদ দূরত্ব বজায় রাখতে পারেন। মোহাম্মদ ওয়ালিদ মক্কি সাবেক সাংগঠনিক সম্পাদক পাথরঘাটা উপজেলা ছাত্রলীগ, মাইনুল ইসলাম সুমন সহ সভাপতি পৌর ছাত্রলীগ, জাহিদ তালুকদার, সোহাগ খান সহ অন্যান্য ছাত্রলীগ কর্মীবৃন্দ। ওয়ালিদ মক্কী বলেন, করোনা ভাইরাসের সমস্যা শুধু আমাদের দেশ নয় এটি একটি আন্তর্জাতিক সমস্যা। তাই আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে এবং মানুষের জন্য কাজ করতে হবে। গন সচেতনা বাড়াতে প্রথমেই সাধারন মানুষের মাঝে লিফলেট বিতরন করেছি, গন মানুষেরে জন্য বেসিংএ হাত ধোয়ার ব্যাবস্থা করেছি, মস্জিদ, থানা , নিত্য প্রয়োজনীয় দোকানের সামনে জীবানু নাশক স্প্রে করেছি, দোকান গুলোর সামনে গোল বৃত্ত একে দিয়েছি। সাধারন মানুষের কথা মাথায় রেখেই সম্পূর্ন উপজেলা ছাত্রলীগের উদ্যোগেই এই কাজ গুলো করছি। আমাদের এ উদ্যোগ অব্যহত থাকবে। তিনি আরো জানান, বাজারে যেসব নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকছে, তার সামনে তিন ফুট দূরত্বে সুরক্ষা বৃত্ত আঁকা হয়েছে। দোকানে পণ্য কেনার সময় কাছাকাছি থেকে যেন কেউ করোনাভাইরাসে আক্রান্ত না হয় সেজন্য এ ব্যবস্থা করা হয়েছে। এই বৃত্তের মাঝে থাকলে নিরাপদ দূরত্বে ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না।
×