ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

প্রকাশিত: ০২:৩০, ২৯ মার্চ ২০২০

সোনারগাঁয়ে জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ ॥ প্রানঘাতি করোনাভাইরাস দূর্যোগ মোকাবেলায় সোনারগাঁয়ে দুস্থ, দিনমজুর ও কর্মহীন মানুষের খাদ্যাভাব দূর করতে চাল, ডাল, আলু, সাবান, মাস্ক ও নগদ টাকা বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন। রবিবার সকাল ১১ টায় কাঁচপুর সেনপাড়া বস্তিতে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন , অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মোঃ শামিম বেপারী, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বাবুল ওমর (বাবু), সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল মামুন,কাচঁপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর, উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ নাছির উদ্দিন প্রমূখ । জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে ইতিমধ্যে দুস্থ, দিনমজুর, ছিন্নমূল ও কর্মহীন পরিবারের জন্য আমাদের মাঝে ১০ লক্ষ টাকা ও ১’শ টন চাল দিয়েছেন । সেই তহবিল থেকে আমরা প্রতিটি উপজেলায় খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করছি । তবে প্রয়োজনমতো এর পরিধি আরো বৃদ্ধি করা হবে। ত্রাণ সামগ্রীর প্রতি পেকেটে ছিলো ১০ কেজি চাল, ২কেজি ডাল, ৫ কেজি আলু, একটি সাবান ও একটি করে মাস্ক। এই কর্মসূচী একযোগে প্রতিটি উপজেলায় চালু হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে আপনারা ঘরে থাকুন আমরা আপনাদের খাদ্য পৌছে দেবে । এসময় সকল বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
×