ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনা ঝুঁকি এখন গ্রামে

প্রকাশিত: ১০:২৯, ২৯ মার্চ ২০২০

করোনা ঝুঁকি এখন গ্রামে

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ করোনাভাইরাস প্রতিরোধে টানা ১০ দিনের ছুটি পেয়ে ¯্রােতের মতো বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের গ্রামে ছুটে এসেছেন ঢাকাসহ বিভিন্ন জেলায় কর্মরত মানুষ। যাত্রীবাহী বাস ও লঞ্চ বন্ধ করার পর বিকল্প পথে কয়েক লাখ মানুষ গ্রামের বাড়িতে ফিরছেন। কেউ খোলা ট্রাকে, কেউবা কুরিয়ার সার্ভিসের গাড়ি, আবার কেউ পণ্যবাহী পরিবহন ও জীবনের ঝুঁকি নিয়ে নদী পথে ট্রলার রিজার্ভ করে গ্রামে ফিরেছেন। এসব মানুষ গ্রামে ফিরে আসার পর কিসের করোনা আতঙ্ক সবখানেই যেন অনেকটা ঈদের ছুটিতে বাড়ি ফেরার মতো অবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসনের উদ্যোগে মানুষকে ঘরে রাখতে কঠোর অবস্থান নেয়া সত্ত্বেও ঘরমুখী হচ্ছে না শহর থেকে গ্রামে ফেরা মানুষগুলো। ফলে করোনা প্রতিরোধে সরকারের মূল লক্ষ্য অনেকটাই বিলীন হতে চলেছে। এ কারণে বর্তমানে গ্রামপর্যায়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার চরম ঝুঁকি রয়েছে। সূত্রমতে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বৃহস্পতিবার থেকে সরকারী-বেসরকারী সব অফিস ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়।
×