ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রিন্টিং কারখানা গুদামে আগুন

প্রকাশিত: ১০:২৬, ২৯ মার্চ ২০২০

প্রিন্টিং কারখানা গুদামে আগুন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে শনিবার এক প্রিন্টিং কারখানার পরিত্যক্ত মালামালের গুদামে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মামুন উর রশিদ জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী বিসিক শিল্প এলাকায় এ্যাসোসিয়েট প্রিন্টিং (প্রাইভেট) লিমিটেড নামের কারখানার ছাদে থাকা পরিত্যক্ত মালামালের গুদামে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে অগ্নিকা-ের সূত্রপাত হয়। কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। আগুন মুহূর্তেই পুরো গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর ও ডিবিএল স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। চার প্রতিষ্ঠানকে জরিমানা স্টাফ রিপোর্টার ॥ করোনা সঙ্কটে অসাধু উপায়ে মুনাফা আদায়ের লক্ষ্যে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। শনিবার সকালে রাজধানীর কল্যাণপুর নতুন বাজার এলাকায় চাল ও নিত্যপণ্যের বাজারে অভিযানকালে এ জরিমানা করে বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম। অভিযান পরিচালনা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। করোনাভাইরাস প্রাদুর্ভাবের এ সময়ে নিত্যপণ্যের দাম যেন নিয়ন্ত্রণে থাকে সেজন্য বাজারে অভিযান চালানো হচ্ছে। কল্যাণপুর নতুন বাজার বাংলা গলির রোডে এ অভিযানকালে চারটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
×