ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের আতঙ্কিত না হওয়ার অনুরোধ রীভা গাঙ্গুলির

প্রকাশিত: ১০:২৬, ২৯ মার্চ ২০২০

বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের আতঙ্কিত না হওয়ার অনুরোধ রীভা গাঙ্গুলির

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। শনিবার এক ভিডিও বার্তায় তিনি এই অনুরোধ জানান। -খবর বাংলানিউজের। ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের উদ্দেশে বলেন, কোভিড-১৯ বিশ্বব্যাপী বিস্তৃত হয়েছে। ভারত সরকারও এই বিষয়ে নানা পদক্ষেপ নিয়েছে। আমরা বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের উদ্দেশে বলতে চাই, আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ রাখছি। করোনার পরিপ্রেক্ষিতে হাইকমিশনের কন্ট্রোল রুমও ২৪ ঘণ্টা খোলা রয়েছে। তিনি বলেন, বাংলাদেশ সরকারও করোনা নিয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আগামী ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। তবে অত্যাবশ্যকীয় সেবাগুলো খোলা রয়েছে।
×