ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাস্ক, স্যানিটাইজার হ্যান্ডগ্ল্যাভস বিতরণ মানবাধিকার কমিশনের

প্রকাশিত: ১০:২৫, ২৯ মার্চ ২০২০

মাস্ক, স্যানিটাইজার হ্যান্ডগ্ল্যাভস বিতরণ মানবাধিকার কমিশনের

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাস ছড়িয়ে পড়ার চরম ঝুঁকিতে থাকা ঢাকার বস্তিগুলোতে সচেতনতামূলক ব্যাপক প্রচার, পাঁচশতাধিক নারী-পুরুষ ও শিশুর মধ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং হ্যান্ডগ্ল্যাভস বিতরণ করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি)। অন্যদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকায় জীবাণুনাশক ওষুধ ছিটিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এছাড়া প্রতিদিনের মতো ঢাকা মহানগর পুলিশ, ঢাকা ওয়াসা ও ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের তরফ থেকে জীবাণুনাশক ছিটানো হয়। শনিবার বিএইচআরসি সদর দফতরের উদ্যোগে দুপুর থেকে রাজধানীর শাহজাহানপুর, খিলগাঁও রেলওয়ে এবং মান্ডা বস্তিতে এসব বিতরণ করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি জেনারেল ড. সাইফুল ইসলাম দিলদার কর্মসূচীর নেতৃত্ব দেন। সদর দফতর বিশেষ প্রতিনিধি ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সৈয়দ আজমুল হক, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মনিরুল ইসলাম মনির, মুগদা থানা শাখার সভাপতি নাসির উদ্দিন প্রিন্সসহ বেশ কিছু মানবাধিকার কর্মী এবং বিএইচআরসি সদর দফতরের কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজধানীবাসীকে নিরাপদ রাখতে শহরের রাস্তায় ও যানবাহনে জীবাণুনাশক ছিটানো কার্যক্রম পরিচালনা করছে ঢাকা ওয়াসা। শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম কাওরানবাজারে ঢাকা ওয়াসা ভবন সংলগ্ন এলাকায় এ কার্যক্রম পরিদর্শন করেন। শনিবার থেকে ঢাকা ওয়াসার ২০টি গাড়ি থেকে সিটি কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে রাজধানীর বিভিন্ন স্থানে জীবাণুনাশক পানি ছিটানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ওয়াসার উদ্যোগে রাজধানীর ৫০টি স্পটে হাত ধোয়ার জন্য সাবানসহ হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে।
×