ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ২ ইপিজেডে ২শ’ গার্মেন্টসে ছুটি ঘোষণা

প্রকাশিত: ০৯:২৩, ২৯ মার্চ ২০২০

চট্টগ্রামে ২ ইপিজেডে ২শ’ গার্মেন্টসে ছুটি ঘোষণা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে দুটি ইপিজেডে (এক্সপোর্ট প্রসেসিং জোন) শনিবার থেকে প্রায় ২শ’ গার্মেন্টস ছুটি ঘোষিত হয়েছে। এ দুটি ইপিজেডে ১৯৯টি গার্মেন্টস রয়েছে। শ্রমিক সংখ্যা রয়েছে প্রায় আড়াই লাখ। বেপজা সূত্র জানিয়েছে, সিইপিজেড ও কর্ণফুলী ইপিজেডে এসব গার্মেন্টসে ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সরকারী ঘোষণা এবং বিজিএমইএ সভাপতির আহ্বানে এসব গার্মেন্টসে ছুটি ঘোষণা করা হয়েছে। উল্লেখ করা যেতে পারে, সিইপিজেড দেশের ইপিজেডসমূহের মধ্যে বৃহত্তম। এই ইপিজেডে দুই লক্ষাধিক এবং কর্ণফুলী ইপিজেডে ৪০ হাজার শ্রমিক কর্মরত। বেপজা সূত্রে জানানো হয়েছে, সিইপিজেডে ১৯৭ কারখানার মধ্যে ৬টি ছাড়া সকল কারখানা বন্ধ হয়ে গেছে। চালু ৬টি কারখানায় পিপিই ও মাস্ক তৈরি হচ্ছে। দুয়েক দিনের মধ্যে এগুলোও ছুটির আওতাধীনে চলে যাবে। এদিকে, করোনা বিস্তার ঠেকাতে চট্টগ্রাম জেলা প্রশাসন বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার ওপর জোর দিয়েছে। সংশ্লিষ্ট এলাকাসমূহে শুরু হয়েছে মনিটরিং কার্যক্রম। চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী গত ১ মার্চ থেকে বিদেশ হতে ৩৯ হাজার ২৮৩ জন মহানগরী ও জেলায় ফিরেছেন। এদের মধ্যে চিহ্নিত করতে পেরেছে মাত্র ৯৭৩ জনকে। এ বিষয়ে সিভিল সার্জন অফিস জানিয়েছে, অধিকাংশের ইমিগ্রেশনে দেয়া ঠিকানার সঙ্গে বাস্তবের মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে এদের খুঁজে বের করা কঠিন হয়ে আছে। তবে অচিরেই মনিটরিং ব্যবস্থায় এদের খুঁজে পাওয়া যাবে বলে ধারণা দেয়া হয়েছে। চট্টগ্রামে করোনা সংক্রান্তে আক্রান্তদের চিকিৎসায় এ পর্যন্ত ১৭টি স্বাস্থ্য কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। যেখানে আসন সংখ্যা ৩১৫। এছাড়া প্রস্তুত রাখা হয়েছে ৬৭৩ চিকিৎসক ও ৯০৫ জন নার্সকে।
×