ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গণমাধ্যমকর্মীদের মাস্ক প্রদান

প্রকাশিত: ০৯:১৪, ২৯ মার্চ ২০২০

গণমাধ্যমকর্মীদের মাস্ক প্রদান

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৮ মার্চ ॥ পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, সেবিকা ও সুইপারদের মাস্ক দেয়া হয়েছে। শনিবার দুপুরে বেসরকারী সংস্থা পাথওয়ে এসব উপকরণ বিতরণ করে। পাথওয়ের প্রতিনিধি উত্তম কুমার হাওলাদার উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদারের কাছে মাস্কগুলো তুলে দেন। এ সময় আবাসিক মেডিক্যাল অফিসার জেএইচ খান লেনীন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক এসএম মোশাররফ হোসেনসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। পাথওয়ের পক্ষ থেকে কলাপাড়া প্রেসক্লাবের সদস্যদেরও মাস্ক দেয়া হয়েছে। দৌড়ে পালালেন হাটের লোকজন নিজস্ব সংবাদদাতা, হাতিয়া, ২৮ মার্চ ॥ করোনাভাইরাস সংক্রমণ রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণের সময় নৌ-বাহিনী দেখে দৌড়ে পালালেন হাট থেকে লোকজন। জানা যায়, নৌবাহিনী দ্বীপ উপজেলা হিসাবে হাতিয়াতে আনুষ্ঠানিকভাবে লিফলেট বিতরণের মাধ্যমে কাজ শুরু করে শুক্রবার বিকেল থেকে। উপজেলা সদর ওচখালী মোড় থেকে লিফলেট বিতরণ করতে করতে হাতিয়ার পুরাতন বাজার ওচখালীতে গেলে তাদের দেখে হাটে থাকা লোকজন দিগি¦দিক ছুটতে থাকে। এ সময় হাটে প্রায় সহস্রাধিক লোকজন জমায়েত হয়েছিল। পরে নৌ-বাহিনী দোকানদারদের মাস্ক পরা লোকজন ব্যতীত কারও কাছে পণ্য বিক্রি না কারার জন্য বলে চলে আসে।
×