ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে ছাত্র হত্যায় তিন আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৯:১৩, ২৯ মার্চ ২০২০

সৈয়দপুরে ছাত্র হত্যায় তিন আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেলার সৈয়দপুরে পল্লীতে বিধান চন্দ্র রায়ের (২৬) হত্যা মামলা তিনজন আসামিকে শনিবার ভোরে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের হুগলীপাড়া মৃত বিনোদ চন্দ্র সরকারের ছেলে উত্তম কুমার সরকার (৪০), একই গ্রামের নরেন চন্দ্র সরকারের ছেলে নগেন চন্দ্র সরকার (৪৫) এবং একই ইউনিয়নের খোর্দ্দ বোতলাগাড়ী গ্রামের মৃত সুনীল চন্দ্র মোহন্তের ছেলে কাজল চন্দ্র মোহন্ত (৪৮)। প্রসঙ্গত, সৈয়দপুর উপজেলার ৪ নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের বালাপাড়া এলাকার শ্রী প্রফুল্ল্য চন্দ্র রায়ের ছেলে বিধান চন্দ্র রায়। সে সৈয়দপুর সরকারী কলেজের অনার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিল। লেখাপড়ার পাশাপাশি সে সৈয়দপুর শহরে একটি টাইলস দোকানেও কম্পিউটার অপারেটরের কাজ করত। সে বোতলাগাড়ী ইউনিয়নের বালাপাড়া গ্রামের প্রফুল্ল্য চন্দ্র রায়ের ছেলে। শুক্রবার সকালে হুগলীপাড়ার দেবেন্দ্র নাথ সরকারের লিচু বাগানের দুই পা বাঁধা অবস্থায় তার লাশ পাওয়া যায়।
×