ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে আট দোকান পুড়ে ছাই

প্রকাশিত: ০৯:১৩, ২৯ মার্চ ২০২০

কিশোরগঞ্জে আট দোকান পুড়ে ছাই

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৮ মার্চ ॥ হোসেনপুর উপজেলার গোবিন্দপুর মাধখলা বাজারে অগ্নিকা-ে ৮টি দোকান মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছে। শনিবার ভোরে বাজারের আব্দুল কাইয়ুমের গ্যাস সিলিন্ডারের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও ময়মনসিংহের গফরগাঁও থেকে ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সে আগুন নিয়ন্ত্রণে আনে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ মোবারক হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তদন্তের পর সঠিক কারণ জানা যাবে। কুড়িগ্রামে দুই বাড়ি স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জনান, রাজারহাটে অগ্নিকাণ্ডে দুই পরিবারের ঘরবাড়ি এবং ঘরে থাকা আসবাবপত্রসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। শনিবার ভোরে উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফুলখাঁ কুটিপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানায়, উমর মজিদ ইউনিয়নের কুটিপাড়া গ্রামের ফজর উদ্দিনের পুত্র আবু বক্করের গোয়ালঘরের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তার শোবার ঘর ও পার্শ্ববর্তী বড় ভাই ফরিদ উদ্দিনের ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
×