ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চা-দোকানে লাল পতাকা

প্রকাশিত: ০৮:৫১, ২৯ মার্চ ২০২০

চা-দোকানে লাল পতাকা

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৮ মার্চ ॥ শনিবার থেকে মাগুরা সদর উপজেলায় করোনাভাইরাস থেকে জনসাধারণকে বাঁচাতে চায়ের দোকানে লাল পতাকা টানিয়ে দোকানগুলো সিল করে দেয়া হচ্ছে। যাতে করোনাভাইরাস সংক্রমণ হতে না পারে। দুপুরে শহরের চৌরঙ্গীমোড় এলাকা এবং জজ কোর্ট সড়কে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নুল আবেদীন চায়ের দোকানে লাল পতাকা টানিয়ে দেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, চায়ের দোকানগুলোতে সচেতনতামূলক দূরত্ব বজায় রাখতে লাল পাতাকা টানিয়ে দেয়া হচ্ছে। সদর উপজেলার আনুমানিক ৮শ’ চায়ের দোকানে লাল পতাকা টানিয়ে সেইগুলো সিল দেয়া হচ্ছে। লাল পতাকা, সেনাবাহিনী, প্রশাসন ও পুলিশের কাছে দেয়া হয়েছে। যেখানে তারা দেখবেন তা টানিয়ে দেবেন। অনলাইন লাইভে ক্লাস নিজস্ব সংবাদদাতা, কালকিনি, ২৮ মার্চ ॥ কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন একাডেমির শিক্ষকদের উদ্যোগে ঘরে বসে অনলাইন লাইভে শিক্ষার্থীদের ক্লাস নেয়া শুরু হয়েছে। শনিবার সকালে স্কুল কর্তৃপক্ষ জানান, যতদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ততদিনই এভাবে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে। ছাত্র-ছাত্রীরা যাতে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারে সে বিষয়টি বিবেচনা করে এ কার্যক্রম শুরু করা হয়েছে। সকাল ১০টায় ক্লাস নেয়া শুরু করেন বিদ্যালয়ের শিক্ষক জামাল হোসেন, সমতল গাইন, হেমায়েত হোসেন ও তাপস মজুমদারসহ শিক্ষকবৃন্দ। শিক্ষার্থী মাসফিক হাসান বাধন ও মারজিয়া ইসলাম বলেন, আমরা স্কুলে না গিয়ে বাসায় বসে মোবাইল ও ল্যাপটপের মাধ্যমে ক্লাস করতে পারছি।
×