ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোয়ারেন্টাইন না মানায় ২৫ প্রবাসীকে ৪ লক্ষাধিক টাকা জরিমানা

প্রকাশিত: ০৮:৫১, ২৯ মার্চ ২০২০

কোয়ারেন্টাইন না মানায় ২৫ প্রবাসীকে ৪ লক্ষাধিক টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া ॥ করোনাভাইরাস মোকাবেলায় জেলা সদর হাসপাতালে প্রস্তুত রাখা আইসোলেশন সেন্টার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান। শনিবার দুপুরে পরিদর্শনকালে তিনি জানান, কোয়ারেন্টাইন না মানায় এখন পর্যন্ত ২৫ প্রবাসীকে ৪ লাখ ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলায় ২৬৬০ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এর মধ্যে ১৪ দিনের মেয়াদ পার হওয়ায় ১৫৩৪ জনকে হোম কায়ারেন্টাইন থেকে মুক্ত করা হয়। বর্তমানে ১১২৬ প্রবাসীকে হোম কায়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। প্রশাসনসহ সংশ্লিষ্টরা সম্মিলিভাবে করোনা প্রতিরোধে কাজ করছে। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ একরাম উল্লাহসহ সদর হাসপাতালের কর্তৃপক্ষ। সান্তাহারে প্রতিমা ভাংচুর নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২৮ মার্চ ॥ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে মন্দিরে চার প্রতিমা ভাংচুর করেছে দুর্র্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। জানা গেছে, সান্তাহার পৌর শহরের হাউজিং কলোনি এলাকায় অবস্থিত দুর্গা মন্দিরে থাকা কালী, শিব, সরস্বতী, ও লক্ষী প্রতিমার মাথা কে বা কারা ভেঙ্গে ফেলেছে। শনিবার সকালে স্থানীয়রা মন্দিরের প্রতিমাগুলো ভাঙ্গা অবস্থায় দেখতে পায়। মন্দির পরিচালনা কমিটি খবর দেয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা ও সাধারণ সম্পাদক মিহির কুমার সরকারসহ হিন্দু সম্প্রদায় দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি করেছেন।
×