ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে দূরত্ব বজায় রাখতে দোকানের সামনে গোল বৃত্ত

প্রকাশিত: ০৮:৫০, ২৯ মার্চ ২০২০

বাগেরহাটে দূরত্ব বজায় রাখতে দোকানের সামনে গোল বৃত্ত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ নোভেল করোনাভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে বাগেরহাটে ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় দোকানের সামনে নির্দিষ্ট দূরত্বে গোলবৃত্ত এঁকে দেয়া হয়েছে। শনিবার বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন দোকানের সামনে সাদা রং দিয়ে বৃত্ত এঁকে দেয়া হয়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য তদারকি, বিভিন্ন কাঁচামালের আড়তে পণ্যের মজুদ ও দাম পর্যবেক্ষণ করা হয়। ব্যবসায়ীদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলাম। বৃত্ত এঁকে দেয়ার পর থেকেই প্রয়োজনীয় দ্রব্য কিনতে আসা ক্রেতারা সেই গোল বৃত্তাকার দাগের মধ্যে থেকে দোকানির কাছ থেকে পণ্য কিনছেন। এতে করে সামাজিক দূরত্ব বজায় থাকায় সুরক্ষাবোধ করছেন বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ সড়কে লিখনের মাধ্যমে করোনা সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে শহরের ওষুধের দোকানে রং দিয়ে চিহ্ন এঁকে দেয়া হয়েছে। জীবাণুনাশক স্প্রে সংবাদদাতা, মেহেরপুর, ২৮ মার্চ ॥ সদর উপজেলার গোভীপুর গ্রামে জীবাণুনাশক স্প্রে ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দত্তপাড়া যুব সংগঠনের আয়োজনে গোভীপুর গ্রামে জীবাণুনাশক স্প্রে করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা বার কাউন্সিলের সাবেক সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাডভোকেট ইব্রাহীম শাহিন, বুড়ীপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান, দত্তপাড়া যুব সংগঠনের সভাপতি তৌহিদ আহম্মেদ টিটু, সহ-সভাপতি জুয়েল রানা প্রমুখ। পরে গ্রামবাসীর মাঝে করোনাভাইরাস প্রতিরোধে শতাধিক মাস্ক বিতরণ করা হয়।
×