ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাঁদা না পেয়ে সড়কের কাজ বন্ধ ॥ যুবলীগের তদন্ত কমিটি

প্রকাশিত: ০৮:৪৯, ২৯ মার্চ ২০২০

চাঁদা না পেয়ে সড়কের কাজ বন্ধ ॥ যুবলীগের তদন্ত কমিটি

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ২৮ মার্চ ॥ চাঁদার দাবিতে ফেনী- মাইজদী সড়কের ৪ লেন প্রশস্তকরণের প্রায় ৪শ’ কেটি টাকার নির্মাণকাজ বন্ধ করে দেয় মাতুভুঞা ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক, মাতুভুঞা ইউনিয়ন চেয়ারম্যান আবদুল্লা অল মামুন ও তার সহযোগীরা। এ নিয়ে গত ২৫ মার্চ দৈনিক জনকণ্ঠে সংবাদ প্রকাশিত হয়। এর সূত্র ধরে কেন্দ্রীয় যুবলীগের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা যুবলীগ বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করে। জেলা যুবলীগ সহ-সভাপতি মোঃ শহিদউল্লাকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিকে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে আবদুল্লা আল মামুনেকে চাঁদাবাজির কারণে কেন দল থেকে বহিষ্কার করা হবে না তার ব্যাখ্যা চেয়ে ৭ দিনের মধ্যে উত্তর প্রদান করতে কারণ দর্শানো চিঠি দিয়েছেন বলে জানান জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন। শনিবার দুপুরে দিদারুল কবির রতন জানান- ঘটনার দিন আবদুল্লা আল মামুন তার সঙ্গে চট্টগ্রামে যুবলীগের সভায় ছিলেন। তবে ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করার শর্তে একাধিক সূত্র জানায়, ঢাকার এক নেতার নির্দেশে স্থানীয় উপজেলার এক নেতার নির্দেশে এ কাজ বন্ধ করা হয়। তাই মামুন প্রথম থেকেই সাংবাদিকদের বলেছে, উর্ধতন নেতার অনুমতি ছাড়া এ বিষয়ে কথা বলা যাবে না।
×