ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আদিতমারীতে রাতে দরিদ্রদের বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে চাল, ডাল

প্রকাশিত: ০৮:৪৯, ২৯ মার্চ ২০২০

আদিতমারীতে রাতে দরিদ্রদের বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে চাল, ডাল

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২৮ মার্চ ॥ করোনাভাইরাস সংক্রামণ ঠেকাতে ১০ দিনের লকআউট চলছে দেশে। তাই বাইরে বের হতে না পেরে খাদ্য সঙ্কটে পরার আশঙ্কা দেখা দিয়েছে ভিক্ষুক ও দরিদ্র মানুষের মাঝে। এসব মানুষের পাশে দাঁড়িয়েছে জেলার আদিতমারী উপজেলা প্রশাসন। রাতের আঁধারের ভিক্ষুক ও দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার বিভিন্ন গ্রামে থাকা ভিক্ষুক ও দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হয় খাদ্যসামগ্রী। উপজেলা চেয়ারম্যান ইমরুল কায়েস ফারুক, উপজেলা কার্যনির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন ও ওসি সাইফুল ইসলাম নিজে গিয়ে খাদ্যসামগ্রী দিয়েছেন। জেলা ত্রাণ শাখার বরাদ্দে প্রতি পরিবারের জন্য ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও দুই কেজি ডাল মিলে একটি প্যাকেট করা হয়েছে। এসব প্যাকেট রাতের আঁধারে প্রতিটি ভিক্ষুক ও দরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হচ্ছে। জেলার আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়নে ৩ শত ভিক্ষুক ও দরিদ্র পরিবারের তালিকা আগেই প্রণায়ন করা ছিল। সেই তালিকা অনুসরণ করে বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হয়ে এসব ত্রাণ। এ সময় করোনা সংক্রামণ রোধে স্বাস্থ্য বিভাগ ও সরকারী নির্দেশনা মেনে চলতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।
×