ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বপ্নে করোনার ওষুধ আবিষ্কারের ঘোষণা ॥ কারাদণ্ড

প্রকাশিত: ০৮:৪৮, ২৯ মার্চ ২০২০

স্বপ্নে করোনার ওষুধ আবিষ্কারের ঘোষণা ॥ কারাদণ্ড

সংবাদদাতা, নান্দাইল, ২৮ মার্চ ॥ উপজেলায় খামারগাঁও গ্রামে স্বপ্নে করোনাভাইরাস প্রতিরোধের ওষুধ আবিষ্কার করার দাবিদার শাহিন মিয়াকে (২২) ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ কাজে সহায়তা দানের অভিযোগে তার পিতা জসীম উদ্দিনকেও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছে। শুক্রবার রাতে শাহিন মিয়ার বাড়িতে আদালত বসিয়ে এই সাজা দেন। জানা গেছে, শাহিন মিয়া শুক্রবার খামারগাঁও গ্রামের মসজিদে জুমার নামাজ পড়ার আগে মুসল্লিদের সামনে হাজির হয়ে তার ওষুধ আবিষ্কারের বিষয়টি জানান। এসময় তিনি বলেন, তার আবিষ্কার করা ওষুধ অন্য ধর্মের লোকেরা খেলে অবধারিতভাবে মৃত্যু হবে। যদি সে মুসলিম হয়ে খায় তাহলে সে ভাল হয়ে যাবে। শাহিন রাজধানীর যাত্রবাড়ীতে একটি চানাচুর কারখানায় শ্রমিকের কাজ করেন। সেখানে কাজ করার সময়ই তিনি স্বপ্নটি দেখেন। বাড়িতে আসার পর ওষুধটি তৈরি করতে সক্ষম হন। এখন তিনি সরকারে সঙ্গে চুক্তি করার অপেক্ষায় রয়েছেন। এ ঘোষণার পর থেকেই শাহিনের বাড়িতে লোকজন জড়ো হতে থাকে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহিম সুজন ঘটনাস্থলে গেলে শাহীন মিয়া তার ওষুধ আবিষ্কারের কথা ও মসজিদে গিয়ে তার ওষুধের পক্ষে প্রচার চালানোর কথা স্বীকার করেন। পরে সেখানে আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শাহীন ও তার বাবাকে এ দণ্ড প্রদান করা হয়।
×