ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কোয়ারেন্টাইনে থাকাদের জন্য সিএমপির হোম সার্ভিস

প্রকাশিত: ০৮:৪৭, ২৯ মার্চ ২০২০

কোয়ারেন্টাইনে থাকাদের জন্য সিএমপির হোম সার্ভিস

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ করোনাভাইরাস নিয়ে চলমান পরিস্থিতিতে মহানগরীতে সিএমপি (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের চাহিদা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধ ঘরে পৌঁছে দিচ্ছে। শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে ১৫ উপজেলায় দিনমজুরদের বাড়িতে চাল, ডালসহ শুকনো খাবার পৌঁছানো হচ্ছে। অপরদিকে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বেকার হয়ে যাওয়া খেটে খাওয়া মানুষদের মাঝে অর্থ সহায়তা দিয়েছেন। সিএমপি সূত্রে জানানো হয়েছে, শনিবার অভিজাত খুলশী এলাকা এবং ডবলমুরিং থানা এলাকায় পুলিশের পক্ষ থেকে হোম কোয়ারেন্টাইনে থাকা আগ্রহীদের মাঝে হোম সার্ভিস শুরু করেছে। এ ব্যাপারে থানাসমূহে ডিউটি অফিসারের ফোন নম্বরে অর্ডার করা হলে চাহিদা অনুযায়ী তা সংগ্রহ করে পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু করেছে। এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে কর্মহীন হয়ে পড়া পনেরো উপজেলার দিনমজুরদের তালিকা করে তাদের বাড়িতে চাল, ডাল ও শুকনো খাবার পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু করা হয়েছে। শনিবার সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রতি উপজেলার সহকারী কমিশনাররা স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় দিনমজুরদের বাড়ি বাড়ি গিয়ে এসব পণ্য দিচ্ছে। ইতোমধ্যে, রাউজান, সীতাকুন্ড, বোয়ালখালী, পটিয়া, সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ প্রভৃতি উপজেলাসমূহে সহায়তা দেয়া শুরু হয়েছে। বিনামূল্যে পিপিই সরবরাহ ॥ চট্টগ্রামের ফর্টিস গ্রুপ কর্তৃপক্ষ মহানগরীতে কর্মরত চিকিৎসক ও নার্সদের জন্য ৫ হাজার পিস পিপিই (পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টস) সরবরাহের ঘোষণা দিয়েছে। ফর্টিস গ্রুপের স্বত্বাধিকারী শাহাদাত হোসেন জানিয়েছেন, তার মালিকানাধীন বিভিন্ন গার্মেন্টসে এসব পিপিই তৈরি করা হবে। যা বিনামূল্যে সরবরাহ করা হবে।
×