ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে করোনার ঝুঁকি নিয়ে বাজার গুলোতে মানুষের ঢল

প্রকাশিত: ০৮:১৩, ২৮ মার্চ ২০২০

সোনারগাঁয়ে করোনার ঝুঁকি নিয়ে বাজার গুলোতে মানুষের ঢল

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ ॥ করোনা ভাইরাস মোকাবেলায় সরকার নানামুখি পদক্ষেপ গ্রহন করলেও সোনারগাঁয়ে ঘরে থাকছেনা সাধারন মানুষ। প্রয়োজনে অপ্রয়োজনে ভীড় করেছে বাজারগুলোতে। তারই ব্যতিক্রম ঘটেনি উপজেলার বারদী ইউনিয়ে শান্তির বাজার, বৈদ্যোর বাজার ইউনিয়নের আনন্দ বাজার, সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর , নয়াপুর বাজারে। শনিবার বিকালে এই বাজার গুলোতে ঘুরে দেখা যায় মানুষের উপচে পড়া ভীড়। অনেকের অভিযোগ পুলিশের কোন তৎপরতা না থাকায় মানুষ হরহামেশা একসাথে গায়ের সাথে গাঁ মিলিয়ে বসে আড্ডা দিচ্ছে, চা খাচ্ছে অনেকে আবার কেনাকেটা করছেন। সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুল ইসলাম বলেন, গণজমায়েত ঠেকাতে প্রতিদিন মাঠে কাজ করে যাচ্ছি । অভিযানের সময় দোকান পাট বন্ধ করে চলে যায়, আমরা চলে আসলে আবারও চালু করে রাখে । তাই যার যার অবস্থান থেকে সচেতন না হলে গণজামায়েত ঠেকানো যাবে না ।
×