ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে করোনা মোকাবেলায় সাধারন মানুষের পাশে ছাত্রলীগ

প্রকাশিত: ০৮:০৩, ২৮ মার্চ ২০২০

নীলফামারীতে করোনা মোকাবেলায় সাধারন মানুষের পাশে ছাত্রলীগ

অনলাইন ডেস্ক ॥ করোনা ভাইরাস মোকাবেলায় মানুষকে সচেতন করতে, প্রায় প্রতিদিনই বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে, মাস্ক, লিফলেট ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করছে নীলফামারী জেলা ছাত্রলীগ। জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে, রাস্তায় ও বিভিন্ন পাড়ায় এসব উপকরন বিতরন করা হচ্ছে। নীলফামারী জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেলের নেতৃত্বে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে প্রায় প্রতিদিনই বিভিন্ন স্থানে রিকশাওয়ালা, দিনমজুর, দোকানদার, পাহারাদার, পথচারী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে মাস্ক ও স্যানিটাইজার বিতরন করছেন। নীলফামারী জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেলের ব্যক্তিগত অর্থায়নে এসব উপকরন বিতরন করা হচ্ছে বলে জানান ছাত্রলীগের নেতাকর্মীরা। জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল জানান, বাংলাদেশ ছাত্রলীগ- কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী, করোনা ভাইরাস মোকাবেলায় মানুষকে সচেতন করতেই তাদের এই উদ্যোগ এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে। এছারা পরিস্থিতি বেশি খারাপ হলে, নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে, ছাত্রলীগের পক্ষ থেকে সাধ্যমতো খাদ্যসামগ্রী পৌছানো হবে বলে জানান তিনি।
×