ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে যে কোন সময় যাত্রীবাহী ট্রেন চালানোর প্রস্তুতি থাকার তাগিদ মহাব্যবস্থাপকের

প্রকাশিত: ০৪:৫৫, ২৮ মার্চ ২০২০

ঈশ্বরদীতে যে কোন সময় যাত্রীবাহী ট্রেন চালানোর প্রস্তুতি থাকার তাগিদ মহাব্যবস্থাপকের

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ যে কোন সময় যাত্রীবাহী ট্রেন চালানোর জন্য ইঞ্জিনিয়ারিং,মেকানিক্যাল ও সিগনেলিং বিভাগসহ সকল বিভাগে সঠিকভাবে মেইনটেনেন্স কাজ সম্পন্ন করে এবং সকল প্লাট ফরমে জীবাণুনাশক স্প্রেকরার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার সকালে ঈশ্বরদী লোকে সেডে অনুষ্ঠিত এক জরুরি সভায় পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ এই নির্দেশ দেন। এ সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান পরিবহণ কর্মকর্তা শহিদুল ইসলাম,সিএমই কুদরত-ই-খোদা,সিএসটিই সুশীল হাওলাদার,অতিরিক্ত প্রধান প্রকৌশলী লিয়াকত আলী,ডিইএন টু আব্দুর রহিম, ডিটিও নাসির উদ্দীন,ডিএমই ক্যারে মোমতাতাজুল ইসলাম,ডিএমই লোকো আশিষ কুমার মন্ডল,এিসটিই রুবাইত শরীফ,এসিও মজিবর রহমান,সিআই ফিরোজুল ইসলামসহ পাকশী বিভাগের বিভাগীয় প্রধান ও পরিচ্ছন্ন পরিদর্শক আকরাম আলী উপস্থিত ছিলেন। এর আগে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ’র নেতৃত্বে থেকে দুপুর পর্যন্ত ঈশ্বরদী,আব্দুলপুর ও রাজশাহী স্টেশন, ঈশ্বরদী ওয়াশপিট ও ডিজেল লোকো মোটিভ রানিং সেড সিডিউল পরিদর্শণ করা হয়। এডিজি আই ও এডিজি রোলিং স্টকের বিশেষ নির্দেশনায় এসব পরিদর্শণ করা হয়।
×