ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিজ দেশের জনগণকে বাঁচাতে জোকোভিচের বড় অনুদান

প্রকাশিত: ০২:০৯, ২৮ মার্চ ২০২০

নিজ দেশের জনগণকে বাঁচাতে জোকোভিচের বড় অনুদান

অনলাইন ডেস্ক ॥ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। নিজ দেশের জনগণকে প্রাণঘাতী এ ভাইরাস থেকে বাঁচাতে কৃত্রিম শ্বসন যন্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে ১ মিলিয়ন ইউরো (১.১ মিলিয়ন মার্কিন ডলার) দান করলেন সার্বিয়ার টেনিস তারকা নোভাক জোকোভিচ। যা বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ৪৭ লাখ ৬৭ হাজার টাকা। গতকাল শুক্রবার বিপুল অঙ্কের এই অর্থ দানের পর স্পেনের মারবেল্লার দক্ষিণ স্প্যানিশ সিটি থেকে এক ভিডিও কনফারেন্সে কথা বলেন তিনি। এ সময় জোকোভিচ বলেন, 'আমাদের এই দান জীবন বাঁচানোর জন্য কৃত্রিম শ্বসন যন্ত্র এবং অন্যান্য সেনিটারি উপকরণ কেনার জন্য।'
×