ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাহায্যের মাঠেও এগিয়ে শচীন

প্রকাশিত: ০৮:০৪, ২৮ মার্চ ২০২০

 সাহায্যের মাঠেও এগিয়ে শচীন

স্পোর্টস রিপোর্টার ॥ শচীন টেন্ডুলকর। ক্রিকেটে ব্যাপ্তি বোঝানোর জন্য তার নামটাই যথেষ্ট। অবসরে গেছেন অনেকদিন। এখনকার বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনির মতো অঢেল টাকা কামানোর সুযোগ নেই। তাই বলে মনটা তো আর ছোট নয়। দানের মাঠেও অন্যদের ছাড়িয়ে গেলেন জীবন্ত কিংবদন্তি। মরণভাইরাস করোনার বিপক্ষে লড়াইয়ে দরিদ্র জনগোষ্ঠীর সাহাযার্থ্যে ৫০ লাখ রুপী দান করেছেন শচীন। যেখানে মহেন্দ্র সিং ধোনি দিয়েছেন মাত্র ১ লাখ। ভারতের তারকা ক্রিকেটারদের মধ্যে আরও অনেকেই শামিল হয়েছেন করোনা যুদ্ধে। দুই পাঠান ভাই-ইরফান পাঠান আর ইউসুফ পাঠান বারোদা পুলিশ এবং স্বাস্থ্য বিভাগকে দিয়েছেন ৪ হাজার ফেস মাস্ক। শচীন তার ৫০ লাখ রুপী দুই ভাগে ভাগ করে দিয়েছেন। ২৫ লাখ করে দিয়েছেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর আলাদা দুটি রিলিফ ফান্ডে। বিসিসিআই সভাপতির এই উদ্যোগে অংশীদার প্রতিষ্ঠান ‘লাল বাবা রাইস’। সরকারের নির্দেশে স্কুলের মধ্যে আশ্রয় নেয়া দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে এই চাল পৌঁছে দেয়া হয়। বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি পুনেভিত্তিক একটি এনজিওকে ১ লাখ রুপী দিয়েছেন। এর আগে পশ্চিমবঙ্গে করোনার কারণে ক্ষতিগ্রস্তু মানুষদের সহায়তায় ৫০ লাখ রুপীর চাল দান করেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
×