ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঘেঁষে দাঁড়ালেই দন্ড

প্রকাশিত: ০৭:২৫, ২৮ মার্চ ২০২০

 ঘেঁষে দাঁড়ালেই দন্ড

সিঙ্গাপুরে করোনাভাইরাসে ৬৮৩ জন আক্রান্ত হয়েছে। সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। দেশব্যাপী এই ভাইসার ঠেকাতে নতুন একটি কঠোর আইন বাস্তবায়নের ঘোষণা দিয়েছে দেশটির প্রশাসন। শুক্রবার ঘোষিত এই আইনের আওতায় কেউ ইচ্ছাকৃতভাবে কারও গা ঘেঁষে দাঁড়ালে সর্বোচ্চ ৬ মাসের কারাদন্ড এবং সর্বোচ্চ ৭ হাজার মার্কিন ডলার জরিমানা হতে পারে। আইন অনুযায়ী সারিবদ্ধভাবে লাইনে দাঁড়ানোর ক্ষেত্রে লোকজনকে ইচ্ছাকৃতভাবে অতি গা ঘেঁষে দাঁড়ানো থেকে বিরত থাকা বা জনসমাগম স্থলে সিটে বসার ক্ষেত্রে পরস্পরকে কমপক্ষে এক মিটারের দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। এ সপ্তাহের গোড়ার দিকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সর্বনিম্ন এই দূরত্ব বজায় রাখার পদক্ষেপ আমাদের অবশ্যই কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। -এএফপি
×