ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনা মোকাবেলায় ৮ কোটি টাকা দিচ্ছেন জোলি

প্রকাশিত: ০৭:২৫, ২৮ মার্চ ২০২০

 করোনা মোকাবেলায় ৮ কোটি টাকা দিচ্ছেন জোলি

মানবিক শিল্পী হিসেবে বিশ্বে পরিচিত অস্কারজয়ী হলিউড তারকাভিনেত্রী এ্যাঞ্জেলিনা জোলি। বিপদে সব সময় মানুষের পাশে দাঁড়ান তিনি। দাতা হিসেবে বেশ নাম ডাক আছে তার। বিশ্বের অন্যতম সঙ্কট করোনা মহামারী মোকাবেলায় এগিয়ে এসেছেন তিনি। বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। বিশ্বব্যাপী ক্ষুধার্ত শিশুদের খাবারের জন্য ৮ কোটি ৬০ লাখ টাকা সহায়তার কথা ঘোষণা করেছেন তিনি। এক বিবৃতিতে এ্যাঞ্জেলিনা জোলি তার এই সিদ্ধান্তের কথা জানান। বিবৃতিতে এ্যাঞ্জেলিনা জোলি বলেন, করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী প্রায় ১০০ কোটি শিশুর স্কুলে যাওয়া বন্ধ হয়েছে। ওদের অধিকাংশই কেবল খাওয়ার লোভে স্কুলে যায়। শুধু যুক্তরাষ্ট্রের ২ কোটি ২০ লাখ শিশু খাবারের জন্য স্কুলের ওপর নির্ভরশীল। হলিউডের প্রখ্যাত এই অভিনেত্রী বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে পর্দার মতো বাইরেও সরব থাকেন। বিশেষ করে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানকে তিনি নিজের তহবিল থেকে নিয়মিত দান করে থাকেন। মানবতার কল্যাণে, বিশেষ করে শরণার্থী ও যৌন নির্যাতিত নারীদের জন্য এর আগে বহুবার অর্থ দিয়েছেন, তহবিল সংগ্রহ করেছেন ৪৪ বছর বয়সী জোলি। -বিবিসি
×