ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

করোনার মতো মহামারীর ভবিষ্য দ্বাণী করেছিলেন মাইকেল জ্যাকসন

প্রকাশিত: ০৭:২৪, ২৮ মার্চ ২০২০

 করোনার মতো মহামারীর ভবিষ্য দ্বাণী করেছিলেন মাইকেল  জ্যাকসন

করোনার মতো মহামারী আসতে পারে-তা নিয়ে বহু বছর আগে এমন ভবিষ্যদ্বাণী করেছিলেন পপ সম্র্রাট মাইকেল জ্যাকশন। বৃহস্পতিবার তার সাবেক দেহরক্ষী ম্যাট ফিডস এমন দাবি করেছেন। আর সে জন্যই নাকি মাইকেল জ্যাকশন সারাক্ষণ মুখে মাস্ক পড়ে থাকতেন। খবর টরোন্টোন সান অনলাইনের। বিশ্ব যখন করোনা ত্রাসে কাঁপছে তখন এই খবর যথেষ্ট আলোড়ন তুলেছে এই পপ তারকার অনুরাগীদের মনে। ম্যাট ফিডস আরও জানান, ‘মাইকেল (এমজে) মনে করতেন খুব শীঘ্রই বিশ্বজুড়ে প্রাকৃতিক বিপর্যয় আসছে। রোগে ধ্বংস হবে মানব সভ্যতা। পপ তারকা টের পেয়েছিলেন বলেই তিনি সব সময় সাবধানে থাকতেন। নিজের বিমানে যাতায়াত করতেন। মুখ ঢেকে রাখতেন। যাতে তিনি জীবাণু সংক্রমণে না পড়েন। এই কারণেই তিনি নির্দিষ্ট চারটি দেশ ছাড়া কোথাও যেতেন না। অনেকবার ফিদেস নাকি তাকে মাস্ক না পরার অনুরোধ করেছিলেন। তাতে মাইকেল ভীষণ অস্বস্তি বোধ করতেন। বলতেন, আমি অসুস্থ হতে চাই না। আমার অনুরাগীদের হতাশ করতে পারি না। আার গান শোনার জন্য সবাই অপেক্ষা করে থাকেন। ফলে, আমাকে যেভাবেই হোক আমায় ভাল থাকতে হবে। উল্লেখ্য, বিশ্বের ১৭৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া নোভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫ লাখ ৩০ হাজার মানুষ। কেবল বৃহস্পতিবারই ৬০ হাজারের বেশি মানুষের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। এ ভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে ২৪ হাজার ছাড়িয়ে গেছে।
×