ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুজিব শতবর্ষ

প্রকাশিত: ১১:০৫, ২৭ মার্চ ২০২০

মুজিব শতবর্ষ

জন্ম শতবর্ষে তোমায় করেছি স্মরণ, তোমার স্মৃতি চারণে মুগ্ধ, বাংলার জনগণ। রতœগর্ভা মাতা তোমার সায়েরা খাতুন। দেশ বরেণ্য পিতা তোমার লুৎফর রহমান। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া জন্ম স্থান, বাংলা মায়ের কৃতী সন্তান মুজিব রহমান। বুকেতে অদম্য সাহস, আর বজ্র কণ্ঠস্বর, শুনে প্রকম্পিত হইল, পাকিস্তান সরকার। আইয়ুব খান ডেকে বলে, শুনেন মুজিবর, আপনারে করে নিব পূর্ব বাংলার গভর্নর। রক্ত মোরা দিয়েছি অনেক, আরও রক্ত দিবো, কঠোর সংগ্রাম করে, বাংলা স্বাধীন করে নিবো। ত্রিশ লক্ষ শহীদের রক্ত, এই মাটিতে আছে শহীদের রক্ত বিফল হয় না, ইতিহাস বলেছে। একাত্তরের পঁচিশে মার্চ, কালরাত নেমে এলো, বাঙালীদের ভাগ্যাকাশের, সূর্য ডুবে গেল। ইয়াহিয়া হানাদার দিয়া, মুজিবকে ধরে নিয়ে যায়, পাকিস্তানের কারাগারে, নেতাকে নির্যাতন চালায়। দুঃখের কথা, বলবো কোথা, কিছু বাঙালী সন্তান, আলবদর রাজাকার হয়ে, করলো দেশের অকল্যাণ। মাননীয়া সভা নেত্রী প্রার্থনা জানাই, বেঈমানদের সুবিচার যেন, এই বাংলায় দেখতে পাই। নির্যাতিতা কতো মাতা, হারাইয়া সন্তান, সারাজীবন গাইছে তারা, পাঁজর ভাঙ্গা গান। তোমার মতো দেশপ্রেমিক নেতা, আর কি ফিরে পাবো, ফুলের মালা দিয়ে, সেদিন শ্রদ্ধাঞ্জলি দিবো। তোমায় যারা খুন করেছে, নির্মম পশুর স্বভাবে, তাদের ফাঁসির রায় কার্যকর, বাংলাদেশে হবে। নকুলের এই মিনতি শুন সর্ব শক্তিমান, বঙ্গবন্ধু শেখ মুজিব আত্মার, করিও কল্যাণ।
×