ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ১ লাখ পিপিই তৈরি হচ্ছে, ঢাকায় এসেছে ৫৮ হাজার

প্রকাশিত: ১০:৪২, ২৭ মার্চ ২০২০

চট্টগ্রামে ১ লাখ পিপিই তৈরি হচ্ছে, ঢাকায় এসেছে ৫৮ হাজার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানো ও চিকিৎসায় এক লাখ পিস পিপিই (পার্সোনাল প্রোটেকশন ইক্যুইপমেন্টস) প্রস্তুত করছে চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান। এরই মধ্যে সরবরাহ করা হয়েছে ৫৮ হাজার পিস। চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত এ কারখানায় এখন নিরবচ্ছিন্নভাবে চলছে পিপিই তৈরির কাজ। সক্ষমতা থাকায় এ মুহূর্তে অতীব প্রয়োজনীয় পিপিইর সঙ্কট হবে না বলে আশ^স্ত করছে প্রতিষ্ঠানটি। স্মার্ট গ্রুপের প্রতিষ্ঠান স্মার্ট জ্যাকেট লিমিটেডের কারখানায় এখনও এক হাজার তিনশ শ্রমিক ব্যস্ত রয়েছেন পিপিই তৈরির কাজে। উপকরণ হিসেবে ব্যবহৃত হচ্ছে চীন থেকে আমদানি করা গুণগত মানসম্পন্ন কাপড়। স্বাস্থ্য অধিদফতরের কেন্দ্রীয় ঔষধাগার থেকে কার্যাদেশ পেয়ে প্রতিষ্ঠানটি পিপিই উৎপাদন ও সরবরাহ শুরু করেছে। স্মার্ট গ্রুপের নির্বাহী পরিচালক বিপ্লব কুমার মজুমদার জানান, আমেরিকার এক বায়ারের জন্য পিপিইগুলো প্রস্তুত করা হচ্ছিল। হঠাৎ নিজ দেশে প্রয়োজন হয়ে পড়ায় মার্কিন বায়ারকে পরে সরবরাহ করার শর্তে এগুলো দেয়া হচ্ছে সরকারকে। গত মঙ্গলবার প্রথম দফায় ৫০ হাজার পিস পিপিই ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার কাভার্ডভ্যানযোগে আরও আট হাজার পিস পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ৫৮ হাজার পিস সরবরাহ করা হয়েছে। বাকিগুলোও দ্রুত ডেলিভারি দেয়া হবে বলে তিনি জানান। স্মার্ট গ্রুপ জানায়, তাদের কারখানায় পর্যাপ্ত উপকরণ ও জনবল রয়েছে। প্রয়োজন সাপেক্ষে আরও পিপিই প্রস্তুত করা হবে। এদিকে করোনা পরিস্থিতিতে মাস্ক তৈরি করছে মোস্তফা গ্রুপের একটি কারখানা। গ্রুপের পরিচালক মাহফুজুর রহমান জানান, করোনা পরিস্থিতিতে দেশে এখন যথাযথ মানসম্পন্ন লাখ লাখ পিস মাস্ক প্রয়োজন। বিষয়টি বিবেচনায় নিয়ে বেশ দ্রুততার সঙ্গে এ কাজ চলছে।
×