ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিএআরসির চাকরি প্রবিধানমালায় পরিবর্তনজনিত জটিলতা নিরসনে আইনী নোটিস

প্রকাশিত: ১০:৩৬, ২৭ মার্চ ২০২০

বিএআরসির চাকরি প্রবিধানমালায় পরিবর্তনজনিত জটিলতা নিরসনে আইনী নোটিস

স্টাফ রিপোর্টার ॥ কৃষি মন্ত্রণালয়ের অধীন গবেষণা প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ক প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) চাকরি প্রবিধানমালায় পরিবর্তনের ফলে সৃষ্ট জটিলতা ও অসঙ্গতি নিরসনে আইনী নোটিস পাঠিয়েছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) বিজ্ঞানী রেজোয়ান মোল্লা ও বিএআরসির এনএটিপি প্রকল্পে কর্মরত মনিটরিং কর্মকর্তা দীপক কুমারের পক্ষে এই আইনী নোটিস প্রদান করা হয়েছে। বিএআরসির সদস্য পরিচালক (প্রশাসন ও অর্থ), নির্বাহী চেয়ারম্যান, কৃষি মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিব বরাবরে এ নোটিস পাঠানো হয়। ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলেন, আগামী ২৮ মার্চের মধ্যে সৃষ্ট অসঙ্গতির ব্যাখ্যা প্রদানের অনুরোধ জানিয়ে নোটিস দেয়া হয়েছে। অন্যথায় এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
×