ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনা প্রতিরোধে শায়েস্তাগঞ্জে জীবাণুনাশক স্প্রে করেছে পুলিশ

প্রকাশিত: ০৯:২১, ২৬ মার্চ ২০২০

করোনা প্রতিরোধে শায়েস্তাগঞ্জে জীবাণুনাশক স্প্রে করেছে পুলিশ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ জেলার শায়েস্তাগঞ্জ থানা পুলিশের উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় করোনা প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, থানার পাশে কাঁচামালের আড়ৎ থেকে জাবাণুনাশক স্প্রে করা শুরু হয়। পরে ড্রাইভার বাজার হয়ে দাউদনগর থেকে পুরানবাজারের কাঁচামাল হাটায় স্প্রে করা হয়েছে। তার সাথে সাবান প্রদান ও জনসচেতনতামূলক ফেস্টুন লাগিনো হয়। বৃহস্পতিবার দুপুরে উপস্থিত থেকে এ কার্যক্রম পরিচালনা করেন থানার ওসি মোজাম্মেল হোসেন ও ওসি(তদন্ত) আল মামুন। এ সময় শায়েস্তাগঞ্জ ব্যকস সভাপতি আবুল কাশেম শিবলু, সাবেক কাউন্সিলর আব্দুল আহাদসহ থানার এসআই, এএসআই, কনস্টেবল ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পুলিশের এ কার্যক্রমের প্রশংসা করেছে তৃণমূল লোকজন। ওসি মোজাম্মেল হোসেন বলেন, সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা পিপিএম-বিপিএম স্যারের দিক নির্দেশনায় আমরা করোনা প্রতিরোধে কাজ করছি। এ কার্যক্রম অব্যাহত আছে।
×