ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন হোন : হুইপ ইকবালুর রহিম

প্রকাশিত: ০৯:১৭, ২৬ মার্চ ২০২০

করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন হোন : হুইপ ইকবালুর রহিম

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ যারা করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়ায় তাদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে গুজব সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবে না। করোনা একটি রোগ (ভাইরাস)। যা সচেতনতায় ভাল হয়। তাই করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। জনসমাগম থেকে বের হতে হবে। কোন কাজ ছাড়া বাড়ি থেকে বের হওয়া যাবে না। সাবধানতা অবলম্বন করতে হবে। বুধবার করোনাভাইরাস প্রতিরোধ ও সচেতনতা সম্পর্কে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকবৃন্দ ও স্বাস্থ্যকর্মীদের কার্যক্রম পরিদর্শন এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএর) উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভাইরাস মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতায় রয়েছেন। তিনি দিনরাত নিরলসভাবে চেষ্টা করছেন করোনাভাইরাস প্রতিহত করতে। আল্লাহর রহমতে করোনাভাইরাস কমে আসবে। তবে জনগণ যদি সচেতনতা না অবলম্বন করেন তাহলে এই প্রাণঘাতী ভাইরাস ছড়িয়ে পড়বে। তাই করোনাভাইরাস মোকাবিলা করতে চায় সচেতনতা। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. নির্মল কুমার দাস, কলেজের অধ্যক্ষ ডা. শিবেস সরকার, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. নুরুজ্জামান, ডা. নাদির হোসেন প্রমুখ।
×