ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জে মাস্ক না পরায় যুবককে কান ধরে উঠবস

প্রকাশিত: ০৮:০০, ২৬ মার্চ ২০২০

নারায়ণগঞ্জে মাস্ক না পরায় যুবককে কান ধরে উঠবস

অনলাইন রিপোর্টার ॥ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অভিযান চালিয়ে যুবকদের কান ধরে উঠ-বস করিয়েছে পুলিশ। করোনা ভাইরাস আতঙ্কে জনসমাগম এড়ানোর অংশ হিসেবে পুলিশ ওই যুবকদের এ শাস্তি দেয়। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে লিংক রোডের স্বপ্নডানার পাশে এ অভিযান চালানো হয়। এসময় সড়ক দিয়ে যাতায়াত করা প্রায় ১০-১২ জন যুবককে এই শাস্তি দেওয়া হয়। জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় মাস্ক ব্যবহার না করায় এবং অহেতুক ঘোরাঘুরির কারণে এ শাস্তি দেওয়া হয়েছে। এর আগে ২৫ মার্চ বুধবার র‌্যাবের সদস্যরা কয়েকজন যুবককে কান ধরে উঠ-বস করার শাস্তি দেন। করোনা ভাইরাস অতি মাত্রায় ছোঁয়াচে হওয়ার কারণে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসনসহ র‌্যাব ও সেনাবাহিনী মাঠে নামানো হয়েছে। বাংলাদেশে করোনা ভাইরাসে এখন পর্যন্ত ৪৪ জন আক্রান্ত হয়েছেন। এতে মৃত্যু হয়েছে ৫ জনের।
×