ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভোলায় নৌ-বাহিনীর টহল ॥ ১০ জনের জরিমানা

প্রকাশিত: ০৬:১১, ২৬ মার্চ ২০২০

ভোলায় নৌ-বাহিনীর টহল ॥ ১০ জনের জরিমানা

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ দ্বীপজেলা ভোলায় করোনা ভাইরাস ঝুঁকি এড়াতে জন সমাগম ও সামাজিক দুরত্ব মেনে চলতে নৌ বাহিনীর টহল কার্যক্রম শুরু করেছে। জেলা প্রশাসনকে সহযোগীতা করতে বৃহস্পতিবার দুপুরে থেকে নৌ বাহিনীর ২টি কন্টিনজেন্ট মোতায়েন করা হয়। অপরদিকে মাক্স না পরে রাস্তায় চলাফেরা করায় ১০ জনকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। নৌ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার নুর মোহাম্মদ সাংবাদিকদের জানান ভোলায় জনগনকে সচেতন করতে ইতমধ্যে নৌ বাহিনীর কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত জেলায় দুটি কন্টিনজেন্ট এসেছে।বৃহস্পতিবার দুপুরে ভোলা সদও রোড, নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় তারা টহল দিয়েছে। অপর দিকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ভোলা বাংলাবাজার এলাকায় করোনা সংক্রমণ প্রতিরোধে মাক্স পরিধান না করায় ১০ জনকে ২০০টাকা করে অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম।
×