ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্রিকেটারদের পর করোনা সংকটে এগিয়ে আসছে বিসিবি

প্রকাশিত: ০১:০২, ২৬ মার্চ ২০২০

ক্রিকেটারদের পর করোনা সংকটে এগিয়ে আসছে বিসিবি

অনলাইন ডেস্ক ॥ বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের দেখাদেখি এবার করোনাভাইরাস সংকটে এগিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। গতকাল বুধবার সন্ধ্যায় বিসিবির এই উদ্যোগের কথা গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির শীর্ষ দুই কর্মকর্তা। তবে উদ্যোগটি কি হবে তা পরিস্কার করে জানাননি তারা। এ ব্যাপারে বিসিবি পরিচালক জালাল ইউনুস বলেন, ‘দেশের করোনা সংকটে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা বোর্ডের পক্ষ থেকে যতটা সম্ভব করব। তবে বিসিবি ঠিক কত টাকা দেবে? এ মুহূর্তে তা বলতে পারছি না। সেটা আমরা নিজেরা কথা বলে ঠিক করে নেব।’ বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘বোর্ড অতি অবশ্যই করোনা মোকাবেলায় সম্ভাব্য সব রকম সহযোগিতা করবে। তবে কিভাবে করবে? নগদ অর্থ দিয়ে না অন্য কোনোভাবে? সেটাই খুঁটিয়ে দেখা হচ্ছে।’ তিনি আরো জানান, করোনাভাইরাস অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় যে ত্রাণকার্য পরিচালনার জন্য হয় ত্রাণ সামগ্রী না হয় নগদ অর্থ দেওয়া যাবে। বোর্ডের পক্ষ থেকে সরকারের সাথে কথা বলা হচ্ছে। ইতিমধ্যে সরকারের সঙ্গে কথা হয়েছে এবং আলোচনা হচ্ছে। আমরা সরকারের সাথে কথা বলেই ঠিক করব কিভাবে করোনা সংকটে বিসিবি ভুমিকা রাখতে পারে।’ এর আগে করোনাভাইরাস মোকাবেলার জন্য এটি ফান্ড গঠন করে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। নিজেদের এক মাসের বেতনের অর্ধেক এই ফান্ডে দিয়েছেন ২৭ জন ক্রিকেটার। এখন পর্যন্ত ফান্ডে অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ লাখ টাকা।
×