ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনাভাইরাসের সংকট কয়েক মাস দীর্ঘায়িত হতে পারে: পেন্টাগন

প্রকাশিত: ০০:২৩, ২৬ মার্চ ২০২০

করোনাভাইরাসের সংকট কয়েক মাস দীর্ঘায়িত হতে পারে: পেন্টাগন

অনলাইন ডেস্ক ॥ মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন সতর্ক করে বলেছে, আমেরিকায় প্রাণঘাতী করোনাভাইরাসের এই মহামারী কয়েক মাস দীর্ঘায়িত হতে পারে। এই পরিস্থিতি মোকাবেলায় মার্কিন সামরিক বাহিনীকে সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে। কতদিন করোনা ভাইরাসের মহামারী স্থায়ী হতে পারে এবং সামরিক বাহিনী কতদিন এ ভাইরাস মোকাবেলায় ভূমিকা রাখবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার এসব কথা বলেন। মার্ক এসপার বলেন, “আমি মনে করি এই পরিস্থিতি কয়েক মাস দীর্ঘায়িত হতে পারে এবং এ ব্যাপারে আমাদের করণীয় কী তা নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা ও পদক্ষেপ নেয়া দরকার।” তিনি বলেন, পেন্টাগন পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। এর আগে সোমবার মার্ক এসপার ঘোষণা করেছিলেন যে, পেন্টাগনে বাইরের লোকজনের প্রবেশাধিকার নিয়ন্ত্রিত করা হয়েছে। আমেরিকায় করোনাভাইরাস সংক্রান্ত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করছে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আমেরিকায় এ পর্যন্ত ৭২০ জন মারা গেছেন এবং ৫৫ হাজার মানুষ করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন।
×