ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজু মণ্ডলের কণ্ঠে ‘কবরে নাই জায়নামাজ’

প্রকাশিত: ১২:২৩, ২৬ মার্চ ২০২০

রাজু মণ্ডলের কণ্ঠে ‘কবরে নাই জায়নামাজ’

সংস্কৃতি ডেস্ক ॥ ‘বড় কষ্টে আছি মাগো, কবরে নাই জায়নামাজ, ভুল করেছি থাকতে সময় করি নাই ওপারের কাজ’ কথামালায় প্রতিশ্রুতিশীল বাউল শিল্পী রাজু ম-লের কণ্ঠে প্রকাশ হয়েছে ‘কবরে নাই জায়নামাজ’ শিরোনামের একটি মর্মস্পর্শী মৃত্যুচিন্তার গান। জনপ্রিয় গীতিকার প্রসেনজিৎ ওঝার কথায় গানটিতে সুরারোপ করেছেন হাবিব মোস্তফা এবং সঙ্গীতায়োজন করেছেন শোভন রায়। গানটির সুরকার ও আয়োজক হাবিব মোস্তফা বলেন, পূণ্যের কাজ এই দুনিয়াতেই করতে হবে, কবর দেশে আর কিছু করার সুযোগ নেই। ‘কবরে নাই জায়নামাজ’ গানের বাণীতে পাপাচারে লিপ্ত মানুষকে শুদ্ধ হওয়ার এই আহ্বানটুকুই করা হয়েছে। আমি চেষ্টা করেছি সুরের মধ্যে বাণীর সঙ্গে একাত্ম হয়ে এই মরমী চিন্তাটুকু ফুটিয়ে তুলে ধরার জন্য। রাজু ম-ল অত্যন্ত দরদি কণ্ঠের অধিকারী। আশা করি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে এই গান। গানটির গীতিকার ও প্রোটিউনের স্বত্বাধিকারী প্রসেনজিৎ ওঝা বলেন, বছরের শুরুতে দেশের খ্যাতিমান ও জনপ্রিয় লোকগানের শিল্পীদের কণ্ঠে পঞ্চাশটি গান প্রকাশ করার উদ্দেশে প্রোটিউন ফোক ফিফটি প্রজেক্টটি শুরু করি। তারই ধারাবাহিকায় রাজু ম-লের কণ্ঠে প্রকাশ হয়েছে প্রজেক্টের তৃতীয় গান ‘কবরে নাই জায়নামাজ’। আশা করি শ্রোতারা আমাদের পাশে থাকবেন। সম্প্রতি প্রোটিউনের ব্যানারে প্রকাশিত গানটির নান্দনিক ভিডিও শ্রোতারা উপভোগ করছেন।
×